Wednesday, January 14, 2026

ভারত ভূখণ্ড বাদ দিয়ে পুরনো ম্যাপ ব্যবহার, দশেরার শুভেচ্ছায় চমক ওলির!

Date:

Share post:

অবিশ্বাসের বাতাবরণ সরিয়ে আবার কি ভারতের সঙ্গে পুরনো সুসম্পর্ক ঝালিয়ে নিতে চান কেপি শর্মা ওলি? নেপালের প্রধানমন্ত্রী ওলির সর্বশেষ পদক্ষেপে সেই ইঙ্গিত স্পষ্ট। ভারতবাসীকে বিজয়া দশমী তথা দশেরার শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

আশ্চর্যের বিষয়, সেখানে তাঁর ব্যবহার করা মানচিত্রে দেখা যায়নি কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরাকে। অর্থাৎ ভারত ভূখণ্ড যুক্ত করে তৈরি হওয়া বিতর্কিত মানচিত্র বাদ দিয়ে ফের নেপালের পুরনো মানচিত্রই ব্যবহার করেছেন ওলি। অথচ কিছুদিন আগেই নেপালের নয়া মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিলেন তিনি। ভারতের পিথোরাগড় জেলার ওই তিনটি স্থানকে নেপাল তাদের নতুন মানচিত্রে স্থান দিয়েছিল। এই নিয়ে দুদেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। কিন্তু দশেরার শুভেচ্ছায় সেই বিতর্কিত মানচিত্রকে আর ব্যবহার করেননি নেপালের প্রধানমন্ত্রী, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন : ভুল নাকি ইচ্ছাকৃত সীমান্ত পার! লাদাখে আটক চিনা সেনাকে নিয়ে বাড়ছে জল্পনা

মনে করা হচ্ছে, সম্প্রতি ভারতের গুপ্তচর সংস্থা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে ওলির গোপন বৈঠকের পরেই এই অবস্থান বদল নেপালের প্রধানমন্ত্রীর। দিন কয়েক আগে নয় সদস্যের টিম নিয়ে বিশেষ বিমানে ২৪ ঘণ্টার সফরে কাঠমান্ডু যান র-এর প্রধান। দীর্ঘ বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। আর কিছুদিনের মধ্যে নেপাল সফরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারভানে।

প্রসঙ্গত, গত ২০ মে নেপালের পক্ষ থেকে যে নতুন মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল তা ১৩ জুন নেপালের পার্লামেন্টে পাশ করিয়ে নেওয়া হয়। ফলে নেপালের পক্ষ থেকে সরকারিভাবে ভারতের ওই তিনটি স্থানকে নেপালের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়। চিনের চাপে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ওলি, এমন অভিযোগ ওঠে। এরপর গত বৃহস্পতিবার ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে আলোচনা হয় ওলির। তার পরেই ওলির এই নতুন পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবাহী।

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...