Wednesday, November 12, 2025

বিধি মেনে জায়েন্ট স্ক্রিনে প্রতিমা দর্শন পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনে

Date:

Share post:

বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো। করোনা আবহে তাদের থিম ‘বিশ্ব ব্রহ্মাণ্ড: সৃষ্টি সুখের উল্লাসে’। মূল মণ্ডপে দেখানো হয়েছে বিশ্বের সৃষ্টি। পশুপাখি, প্রকৃতি, মানুষ’ সমস্ত কিছুই মডেল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ চত্বরে। তবে নিয়ম মানা হচ্ছে কড়া ভাবেই। এ পুজোতে অবশ্য বাইরে থেকে কোন চাঁদা নেওয়া হয় না। উদ্যোক্তারা নিজেদের টাকা দিয়েই এই পুজো করেন।

এই পুজোর যৌথ উদ্যোগ পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট। গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্টের প্রণব বিশ্বাস জানান, নিয়ম মেনে তিনদিক খোলা মণ্ডপ করা হয়েছে। দর্শনার্থীদের ঢোকার ব্যাপারেও নজর থাকছে উদ্যোক্তাদের। মাস্ক ছাড়া কাউকে পুজো মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রয়েছে স্যানিটাইজার গেট। যাতে মণ্ডপে প্রবেশ করার সময় প্রত্যেক দর্শনার্থীর স্যানিটাইজ করা যায়। থাকছে শারীরিক দূরত্ব। তবে প্রাণের উৎসবে কাউকে নিরাশ করছেন না উদ্যোক্তারা। বিধি মেনে সবাই যাতে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।

মহাষ্টমীতে সন্ধ্যারতির পরে মহানবমীতে সকালে অঞ্জলি দেন অনেকেই। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কড়া ভাবেই মানা হয়। সকলের সুবিধার জন্য মণ্ডপের বাইরে দিকে লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। সেখানেও অনেকে দর্শন সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তারা পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের স্কলারশিপ এবং বই বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-নিম্নবর্গের কন্যাকে কুমারী রূপে পুজো! ব্যতিক্রমী দক্ষিণের দুর্গোৎসব

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...