নিম্নবর্গের কন্যাকে কুমারী রূপে পুজো! ব্যতিক্রমী দক্ষিণের দুর্গোৎসব

করোনাকালে দুর্গাপুজোয় এ যেন এক ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ। দক্ষিণ ভারতের দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে মা দুর্গার আরাধনা। হায়দরাবাদের স্বর্ণ শিল্পীদের উদ্যোগে এবারই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো।

দুর্গাপুজোর জন্য প্রতিমা শিল্পীকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার কুমোরটুলি থেকে। পুরোহিত গেছেন কলকাতা থেকেই। কিছুদিন আগে নিজেদের দেশের বাড়িতে ধারসা গ্রামে এসেছিলেন স্বর্ণ শিল্পীরা। সঙ্গে করে নিয়ে যান যাবতীয় উপকরণ এবং শিল্পীকে।

উল্লেখ্য, এবার এই দুর্গাপুজোয় কুমারী করা হচ্ছে কিছুটা রীতি ভেঙে। রীতি অনুযায়ী, ব্রাহ্মণকন্যাকে কুমারী রূপে পূজা করা হয় সর্বত্র। কিন্তু হায়দরাবাদের স্বর্ণ শিল্পীদের প্রথম দুর্গাপুজো যুগান্তকারী ভাবে জাতপাতের বিভেদ ভাঙা হয়েছে। তথাকথিত নিম্নবর্গ থেকে উঠে আসা কন্যাকে করা হচ্ছে পুজো কুমারী রূপে।

আরও পড়ুন-মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরশুমে সেঞ্চুরি করতে চলল পেঁয়াজের দাম

Previous articleপ্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত বিহার, গণপিটুনিতে মৃত্যু হামলাকারীর
Next articleবিধি মেনে জায়েন্ট স্ক্রিনে প্রতিমা দর্শন পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনে