Friday, November 7, 2025

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছে প্রশাসন: বিপ্লব দেব

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর উন্নতি হয়েছে। বুধবার প্রজ্ঞাভবনে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, সারা বিশ্বে যে সময় করোনা ছড়িয়ে পড়ে, সেসময় রাজ্যে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ১। এখন তা হয়েছে ৯৯। প্রাথমিক পর্যায়ে N95 মাস্ক ছিল ৫০০- র মতো। এখন রাজ্যে ২ লক্ষ মাস্ক আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সব মিলিয়ে করোনা মোকাবিলায় পরিকাঠামোর উন্নতি করেছে প্রশাসন।


কৃষিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়নে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী বলেন, “করোনার মধ্যেও রাজ্যে দেড় গুণ ফসল উৎপাদন করা হয়েছে। ধানের পরিবর্তে ভুট্টা লাগানোর শুরু হয়েছে। এতে ধান থেকে ভুট্টা ১.৪৫ পয়সায় অধিক লাভ হচ্ছে। জিএসটির মাধ্যমে দুগ্ধ জাতীয় দ্রব্য ১,১০০ কোটি টাকার সামগ্রী অন্যরাজ্যে চলে যেত। এটা প্রতিরোধ করতে সরকার ২০১৮ সাল থেকে কাজ শুরু করেছে। এতে রাজ্যের যুবকদের আয় বৃদ্ধি পাবে।” তিনি জানিয়েছেন, এর অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে পিপিই কিট, মাস্ক এবং স্যানিটাইজার বিদেশে রফতানি করা হচ্ছে। ভারত যখন চিন দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তখন এগুলি ভারতেই উৎপন্ন শুরু হয়েছে।” স্বনির্ভর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়েছে ত্রিপুরা। যা আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম দিক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বঙ্গ-বিজেপি থেকে সরানো হলো সুব্রত চট্টোপাধ্যায়কে, এলেন অমিতাভ চক্রবর্তী

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...