করোনার আতঙ্ককে পরাজিত করে বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হল। বুধবার, মাওবাদী উপদ্রুত ও হিংসা কবলিত ১৬টি জেলার ৭১টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। অতিমারি পরিস্থিতিতেই দেশে এই প্রথম ভোট। এদিন, যে ৭১টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে প্রায় সবকটি আসনই স্পর্শকাতর বলে চিহ্নিত। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বুধবার শান্তিতেই ভোট হয়।

নির্বাচনে নিরাপত্তায় থাকা সিআরপিএফ বাহিনীর একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে। ঔরঙ্গাবাদে জিপটি একটি নদী পার করার সময় উল্টে যায়। ঘটনায় এক মহিলা-সহ ৬ নিরপত্তারক্ষী জখম হন।

আরও পড়ুন- বঙ্গ-বিজেপি থেকে সরানো হলো সুব্রত চট্টোপাধ্যায়কে, এলেন অমিতাভ চক্রবর্তী
