Sunday, November 9, 2025

বাংলাদেশে শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মিত বিচার প্রক্রিয়া

Date:

Share post:

খায়রুল আলম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের নিয়মিত বিচার প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারা বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হওয়ায় ট্রাইব্যুনালের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।’

জেয়াদ আল মালুম আরও বলেন, ‘ট্রাইব্যুনাল একটি বিশেষ আইন দিয়ে গঠিত। সরকার আদালতে প্রযুক্তি ব্যবহারের আইন করায় ট্রাইব্যুনালও সেই সুবিধা পেতে শুরু করে। তাই করোনার মধ্যেও বিভিন্ন সময়ে ট্রাইব্যুনাল স্বল্প সময়ের জন্য পরিচালিত হয়। তবে এখন থেকে ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম চলবে।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝেও দীর্ঘদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলার পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশের সব আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার ঘোষণা করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এরপর থেকে সমস্ত আদালতে বিচার প্রক্রিয়া শারীরিক উপস্থিতির মাধ্যমে শুরু হয়।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা, নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য ভবনের

পাশাপাশি গত ১০ আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রশাসন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি বেঞ্চে বিচার কাজ শুরুর বিজ্ঞপ্তি জারি করে। এছাড়াও করোনা বিবেচনায় শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতেও হাইকোর্টের ৩৫টি বেঞ্চে বিচার কাজ পরিচালনার ঘোষণা করা হয়।

তবে নিরাপত্তা সদস্য ও প্রসিকিউটররা করোনা আক্রান্ত থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিরতি দিয়ে নিয়মিত বিচার কার্যক্রমে ফিরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...