Sunday, August 24, 2025

করোনার সুপার স্প্রেডার শিশুরা, স্কুল খোলার ভাবনার মাঝেই আশঙ্কা ICMR-এর

Date:

Share post:

করোনা ভাইরাসের দাপট দেশজুড়ে ক্রমবর্ধমান। বিপুল সংখ্যক মানুষ সংক্রামিত হচ্ছেন প্রতিদিন। তবে ব্যাপকভাবে এই করোনা ভাইরাস ছড়ানোর পিছনে সবচেয়ে বড় হাত ‘করোনা সুপার স্প্রেডার’দের। করোনা আক্রান্ত অথচ তাদের শরীরে নেই কোনও লক্ষণ। অজান্তেই তাদের মাধ্যমে সংক্রমিত হয়ে যাচ্ছেন বহু মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এরাই। এসব কিছুর মাঝেই এবার শিশুদের নিয়ে আশঙ্কার কথা শোনালো আইসিএমআর।

করোনাভাইরাস শুরুর একেবারে প্রথমভাগে অনুমান করা হচ্ছিল শিশুরাই তুলনামূলকভাবে এই ভাইরাসের থেকে নিরাপদ। তবে এদিন আইসিএমআর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানালেন, ‘শিশুদের নিয়ে যে ধারণা ছিল এবার তা পাল্টাতে হবে। শিশুরা ব্যাপকহারে করোনা সংক্রমণ ছড়াতে সক্ষম।’ সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট সংক্রামিত ৮ শতাংশের বয়স ১৭ বছরের নিচে। এবং পাঁচ বছরের কম যাদের বয়স তাদের আক্রান্ত হওয়ার হার ১ শতাংশেরও কম। তাহলে শিশুরা সুপার স্প্রেডার কিভাবে? এক্ষেত্রে মিজোরামের উদাহরণ টেনে আইসিএমআর এর দাবি, মিজোরামে এখনও পর্যন্ত ৩১৫ জন শিশু করোনা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা একটাই অন্যান্য দেশের মতো ভারতে করোনা আক্রান্ত শিশুদের মধ্যে এখনো পর্যন্ত কাওয়াসাকি রোগের লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন: রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়: অমিতকে নালিশ ধনকড়ের

এছাড়াও শিশুদের সুপার স্প্রেডার বলার অন্যতম বড় কারণ আমেরিকা। জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্কুল খুলেছিল আমেরিকাতে আর মাত্র দুই সপ্তাহের মাঝেই সেখানে করোনা আক্রান্ত হয় লক্ষাধিক শিশু। ভারতের সমস্ত রাজ্যের স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে আইসিএমআরের তরফে যে দাবি করা হল তা নিশ্চিত ভাবেই চরম আশঙ্কার। সম্প্রতি বিশাখাপত্তনমে স্কুল খুলেছে এবং সেখানে স্কুল খোলার পরে এক দিনে একই ক্লাসের ৯ জন পড়ুয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

spot_img

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...