কখন কী করতে হয় জানেন, শোভন-বৈশাখী সচেতন রাজনীতিবিদ! তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

ফের আলোচনায় শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। খাতায়-কলমে এখন তাঁরা বিজেপির “সম্পদ”! আবার গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতে তাঁদের দেখা মেলে না।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে সল্টলেকের EZCC-এ বিজেপির দুর্গাপুজোর উদ্বোধনের দিন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্নেহের কাননের জন্য পাঠিয়েছেন উপহার পাঠিছেন বলে জানা যায়। পাল্টা শোভনবাবুও নাকি মায়ের সমান দিদিকে শারদ উপহার পাঠিয়েছেন বলে শোনা যায়।

আসলে হচ্ছে টা কী?

শোভন চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা-চর্চা চলছেই। ষষ্ঠীর দিন তাঁকে তৃণমূলনেত্রীর উপহার পাঠানো এবং পাল্টা শোভনেরও দিদিকে উপহার দেওয়া, এসবের কী কোনও তাৎপর্য নেই, বাড়ছে গুঞ্জন। তবে কী ফের তৃণমূলেই ফিরছেন শোভন? উঠছে প্রশ্ন। যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে।

আরও পড়ুন: Big Breaking: মন্ত্রিত্ব ছাড়বেন কালীপুজোর পর, তৃণমূল ছাড়ার মুখেই শুভেন্দু

যদিও জল্পনার মাঝেই শোভন-বৈশাখীকে নিয়ে নিজেদের দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির স্পষ্ট বক্তব্য, “শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু’জনেই সচেতন মানুষ। কখন কী করতে হয় তা ওঁরা ভালোই জানেন। সব জেনেই ওঁরা রাজনীতিতে এসেছেন।”