Saturday, August 23, 2025

ঘুরে বেড়ানো আর সাংবাদিক বৈঠক করা রাজ্যপালের কাজ নয়, কটাক্ষ সুজনের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদটি অপ্রয়োজনীয়। এই সাংবিধানিক পদটিকে এ রাজ্যে মর্যাদা দিচ্ছেন না বর্তমান রাজ্যপাল। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার বারাসতে বামেদের পরিচালিত ন্যায্যমূল্যে সব্জি বাজারে এসে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবং একইসঙ্গে রাজ্যপালের কার্যকালেপের কড়া সমালোচনা করেন বাম বিধায়ক।

আরও পড়ুন : সঙ্কটমুক্ত নন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য রক্তদানের আহ্বান আর্টিস্ট ফোরামের

তিনি বলেন, রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ, কিন্তু এই রাজ্যপাল এই পদটির বাইরে এসে কাজ করতে দেখা যাচ্ছে। পূর্বের রাজ্যপালকেও শাসক দল ব্যবহার করতো, শাসক দলের মঞ্চেও দেখা গেছে রাজ্যপালকে।রাজ্যপালের কাজ, তাঁর কোনও কথা থাকলে সংবিধান মেনে তিনি তা দিল্লিকে জানান। বারাবার সাংবাদিক সম্মেলনে করে ঘুরে বেড়ানো রাজ্যপালের কাজ হতে পারে না।

এখানেই শেষ নয়, সুর চড়িয়ে সুজনবাবু বলেন, রাজ্যপাল পদটি রাজনৈতিক অংশীদার হোক, এটা কখনই ঠিক হবে না। কিন্তু সেটাই হচ্ছে। ফলে এই রাজ্যে এই পদটি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা।

উল্লেখ্য, জগদীপ ধনকড় বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলই রাজ্যপালের কার্যকলাপ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষক-ছাত্র-শিক্ষাক্ষেত্র বিশ্ববিদ্যালয়গুলিতেও রাজ্যপাল গৈরিকিকরণ করছেন বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : Shuvendu Update: শুভেন্দু ভালো ছেলে, মমতার পাশেই থাকব: সাধন পাণ্ডে

টুইট থেকে শুরু করে প্রেস কনফারেন্স, রাজ্যপালের অতিসক্রিয়তা বারেবারে বিতর্ক তৈরি করেছে। কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারের শাসক দলের মুখপাত্রের কাজ করছেন রাজ্যপাল, এমনও অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি একমাসের উত্তরবঙ্গে আছেন। সেখানেও সাংবাদিক বৈঠক করে বিতর্কের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকড়।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...