Friday, December 12, 2025

রাজস্থানে গুর্জর বিদ্রোহ, ১৪ দফা দাবিতে রেল অবরোধ ভরতপুরে

Date:

Share post:

সংরক্ষণের দাবিতে উত্তাল রাজস্থান। গুর্জর সম্প্রদায়ের দাবি, শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সরকারকে। এই দাবিতে রেল এবং সড়কপথ অবরোধ করে রাজস্থানে বিক্ষোভ দেখাচ্ছেন গুর্জররা। ইতিমধ্যে প্রায় ১২টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে আগ্রা-জয়পুর বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ব্যাহত হয়েছে পশ্চিম রেলের রাজস্থান-উত্তরপ্রদেশ রুটের রেল চলাচল।

জয়পুর থেকে ১৮০ কিলোমিটার দূরে ভরতপুরে রেললাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আন্দোলনকারীদের মধ্যে বিজয় বইন্সলা বলেন, “বেকারত্ব বেড়েছে। ২৫ হাজার নিয়োগ আটকে আছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সরকারকে ব্যবস্থা করতে হবে।”

২০০৭ সাল থেকে সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করে গুর্জর সম্প্রদায়। সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষ আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়। হিম্মত সিং গুর্জরের নেতৃত্বে সংরক্ষণ কমিটি কাজ করে। অন্যদিকে আরেকটি সংগঠনের নেতৃত্ব দেন বিজয় বইন্সলা। শনিবার রাজস্থান সরকারের সঙ্গে বৈঠক হয় হিম্মত সিংদের। ৭ ঘণ্টার ওই বৈঠকের রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়েছে তারা। কিন্তু তাতে সন্তুষ্ট নয় অন্য সংগঠন।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে অন্তত ৩ বার সংরক্ষণের নিয়ম বদল করেছে সরকার। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর একটি বিল পাশ করে রাজস্থান সরকার। যেখানে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৬ শতাংশ করা হয়। ওই বছরই ডিসেম্বর মাসে গুর্জর ছাড়াও আরও ৪টি অনগ্রসর শ্রেণির জন্য ১ শতাংশ সংরক্ষণের অনুমোদন দেয় সরকার। নিয়ম কার্যকর হওয়ার পর অনগ্রসর শ্রেণির জন্য নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণ ছাড়াও সংশ্লিষ্ট সম্প্রদায়গুলি পৃথকভাবে ১ শতাংশ সংরক্ষণ পায়।

আরও পড়ুন:অভিযোগ নয়, আত্মমর্যাদাসম্পন্ন মহিলারা ধর্ষিতা হলে আত্মঘাতী হন, বিস্ফোরক কংগ্রেস নেতা

spot_img

Related articles

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...