Sunday, August 24, 2025

অতিমারিতে চাকরি খুইয়ে অক্টোবরে বাংলাদেশ ফিরেছেন ৮০ হাজার প্রবাসীকর্মী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: অতিমারির কঠিন সময়ে চাকরি হারিয়ে বিদেশ থেকে কর্মী ফেরত আসার ঢল থামছে না বাংলাদেশ। প্রতি মাসেই ফেরত কর্মীর সংখ্যা বাড়ছে। অক্টোবর মাসে চাকরি খুঁইয়ে বিদেশ থেকে বাংলাদেশ ফেরত এসেছেন ৮০ হাজার ৭৮২ জন। গত সেপ্টেম্বর মাসে ফেরত এসেছিলেন ৭০ হাজার ৫৯৬ জন। গত ১ এপ্রিল থেকে সাত মাসে বাংলাদেশে ফিরে এসেছেন ২ লাখ ৪৫ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৮২৭ জন নারী কর্মী।

প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসী কর্মীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে। ১ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে ফেরত এসেছেন ৬৮ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে প্রায় ২০ হাজার কর্মী ফিরেছেন অক্টোবর মাসে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সাত মাসে ফেরত এসেছেন ৬৪ হাজার ২৮ জন। এ দেশ থেকেও অক্টোবরে ২০ হাজার কর্মী ফেরত এসেছেন। রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ফেরত কর্মীদের অর্ধেক ফিরেছেন এই দুই দেশ থেকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২ লাখ ১০ হাজার ৯১ জন কর্মী ফিরেছেন পাসপোর্ট নিয়ে। তাদের বড় অংশ ফেরত এসেছেন চাকরি না থাকায়। আবার কাজে ফিরে যাবেন এমন কর্মীর সংখ্যা নগণ্য। বাকি ৩৫ হাজার ৬৯৯ জন ফিরেছেন আউট পাস নিয়ে। তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন। আউট পাসধারীদের কয়েক’শ জন ফিরেছেন জেলবন্দি থাকার পর।

সৌদি ফেরতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি না থাকায় দেশে ফিরে এসেছেন সংখ্যক মানুষ। আমিরাত ফেরত কর্মীদের বিষয়ে বলা হয়েছে, করোনার কারণে কাজ না থাকায় নিয়োগকারী কোম্পানি কর্মীদের ফেরত পাঠাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনঃনিয়োগের আশ্বাস দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার থেকে গত মাসে দেশে ফেরত এসেছেন ২৫ হাজার কর্মী।

আরও পড়ুন:কেন্দ্রের সুপারিশ মেনে অসম, অন্ধ্রপ্রদেশ সহ ৩ রাজ্যে খুলল স্কুল

গত মাসে মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন চার হাজার তিনজন কর্মী। পূর্ব এশিয়ার এ দেশটি থেকে সব মিলিয়ে ১১ হাজার ৫৭১ জন ফেরত এসেছেন। তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর কারণে কর্মীরা চলে আসছেন। এর পাশাপাশি বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে অক্টোবর মাসে ফেরত এসেছেন ১ হাজার ৬৮ জন। বৈরুত বিস্ফোরণের পর এ দেশটি থেকে সব মিলিয়ে ৬ হাজার ৮৬৯ জন কর্মী ফেরত এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চাকরি সঙ্কট চলছে। এ কারণে কর্মীরা ফিরে আসছেন।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...