Saturday, August 23, 2025

স্কুল খোলা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কবে খোলা হবে স্কুল? কীভাবে হবে ক্লাস? কীভাবে বজায় রাখা হবে সামাজিক দূরত্ব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিভিন্ন দফতরের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করা হবে। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ডিসেম্বর মাস থেকে। অন্যদিকে গতকাল সোমবার রাজ্য নির্দেশিকা জারি করে জানিয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। তবে কি ডিসেম্বর মাসে খুলবে স্কুল? বৃহস্পতিবারের আলোচনায় উঠে আসতে পারে তাও।

সূত্রের খবর, স্কুল চালু করা হলো বেশ কিছু বিধিনিষেধ আরোপ করবে সরকার। জানা গিয়েছে-

১. প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল চালু হবে।

২. সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক ক্লাসে বিভাগের সংখ্যা বাড়ানো হতে পারে।

৩. শ্রেণীকক্ষের আয়তন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে বসানো হবে। স্কুল কর্তৃপক্ষ এই দায়িত্বভার সামলাবে।

৪. পড়ুয়ারা একসঙ্গে জটলা করতে পারবে না।

৫. স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক।

৬. আপাতত বন্ধ রাখা থাকবে খেলাধুলো, শরীরচর্চার মতো ক্লাস।

৭. সরকারের গাইডলাইন মানা হচ্ছে কি না তা নজর রাখবেন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিযুক্ত কয়েকজন শিক্ষক।

আরও পড়ুন-‘আইটি ও স্বাস্থ্যসেবা খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত’ : দোরাইস্বামী

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...