Tuesday, November 4, 2025

হাইকোর্টে ছাড় পেলেন না ধৃত অর্ণব, শুক্রবার ফের শুনানি

Date:

Share post:

বম্বে হাইকোর্টে কোনও স্বস্তিই পেলেন না আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে ধৃত রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী। বৃহস্পতিবারের শুনানিতে তাঁকে অন্তবর্তীকালীন কোনও ছাড় দেয়নি হাইকোর্ট ৷ বম্বে হাইকোর্ট বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কর্নিকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকারের বক্তব্য না শুনে কোনও নির্দেশই দেওয়া হবে না। শুক্রবার দুপুর তিনটের সময় অর্ণবের আর্জির ফের শুনানি হবে।

২০১৮ সালের এক আত্মহত্যার ঘটনায় প্ররোচনার দেওয়ার দায়ে ধৃত অর্ণব গোস্বামী তাঁর গ্রেফতারিকে ‘অবৈধ’ দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন৷ আলিবাগ পুলিশ যে FIR দায়ের করেছেন, তা খারিজ করে দেওয়ার আর্জিও জানিয়েছেন। একইসঙ্গে মামলার তদন্ত স্থগিত রাখার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ জারির আর্জির পাশাপাশি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করেছে অর্ণব গোস্বামী ৷

আরও পড়ুন- সংখ্যা বাড়িয়ে লোকাল চালানোর পক্ষে মমতা

তাঁর হলফনামায় বলা হয়েছে, ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং বন্ধ হয়ে যাওয়া মামলায় অবৈধভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আবেদনকারী এবং তাঁর চ্যানেলের বিরুদ্ধে এটি রাজনৈতিক চক্রান্ত৷ বলা হয়েছে, ‘আবেদনকারীর ব্যক্তিগত জীবনের মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা, মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।’

২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যার ঘটনায় অর্ণব, ফিরোজ শেখ এবং নীতেশ সারদার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ৩ জনের বিরুদ্ধেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করে পুলিশ।

তবে ২০১৯ সালে সেই মামলা ‘ক্লোজ’ করে দেওয়া হয়। তখন পুলিশ জানিয়েছিল, ৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁর জোরালো কোনও প্রমাণ মেলেনি।

পরে আলিবাগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দ্বারস্থ হয়েছিলেন অন্বয়ের মেয়ে আদনিয়া। এই বছরের মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্বয় ও তাঁর মা’র মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হবে।

আরও পড়ুন- অর্ণব গোস্বামীর গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশে ABVP

এর পরই বুধবার গ্রেফতার করা হয় অর্ণবকে৷ এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, একতরফা বক্তব্য শুনে এই মামলায় কোনও নির্দেশ দেওয়া হবেনা৷ সরকারি কৌঁসুলির বক্তব্য শুনতে হবে৷ শুক্রবার সরকারের কথা আগে শোনা হবে৷ তারপর রায় ঘোষণা করার কথা বিবেচনা করা হবে৷

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...