স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের দিনই সিবিআই তল্লাশি চলল পুরুলিয়ার কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাজী ওরফে লালার একাধিক অফিস ও বাড়িতে। বৃহস্পতিবার দিনভর এই অভিযান চলে। যদিও দীর্ঘ অনুসন্ধানের পরও ওই কয়লা মাফিয়া নাগাল পায়নি সিবিআই।

জানা গিয়েছে, দু’দিন আগে ঝাড়খণ্ডের জামতারা ও ধানবাদে অবৈধ কয়লা বোঝাই বেশ কয়েকটি লরি ধরা পড়ে নিরাপত্তারক্ষীদের হাতে। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে সিবিআই। তদন্তে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। এরপর একেবারে আঁটঘাট বেঁধে বৃহস্পতিবার শুরু হয় তল্লাশি অভিযান। সিবিআইয়ের আধিকারিকরা এদিন তল্লাশি চালান লালার কলকাতার দুটি অফিস, দুর্গাপুরের একটি অফিস ও নিতুড়িয়ার সরবড়ি এলাকার একাধিক জায়গায়। যদিও দীর্ঘ তল্লাশির পরও লালার কোনও হদিস পাওয়া যায়নি। তবে তার অফিসের দু’জন কর্মীকে আটক করেছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:Big Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?

সূত্রের খবর, পুরুলিয়ার নাতুড়িয়া কয়লা খনি অঞ্চলের কুখ্যাত কয়লা মাফিয়া এই লালা স্পঞ্জ আয়রন কারখানা, পর্যটন, আবাসন সহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে এই কয়লা মাফিয়া শাসকদলের আশ্রিত। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের দাবি, ‘বিজেপি সমস্ত কিছুতেই তৃণমূলের ‘ভূত’ দেখে। কোনও দুষ্কৃতী সমাজবিরোধী সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’

