“জীবনের দীর্ঘতম কারবা চৌথ” প্রীতি জিন্টার, ভার্চুয়ালি পালন রবিনার

অতিমারি পরিস্থিতিতেও সমগ্র বলিউড পালন করেছে করবা চৌথ। প্রায় অনেক তারকারাই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিশেষ মূহুর্তের ছবি শেয়ার করেছেন। তালিকায় রয়েছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার, রবিনা ট্যান্ডন, কাজল,শিল্পা শেট্টি, প্রীতি জিন্টা প্রমুখ।

নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে প্রীতি জিন্টা লিখেছেন, “জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ পালন করেছি এবার। এতটা দূরত্ব অতিক্রম করে লস অ্যাঞ্জেলসে আসা সফল হয়েছে। কারণ নিজের পতিপরমেশ্বরের দেখা পেয়েছি। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা।”

জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ লেখার কারণ, বলিউড তারকা হওয়ার পাশাপাশি তিনি আইপিএল-এর কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালকিন। কোভিডের জেরে চলতি বছরের আইপিএল হচ্ছে দুবাইয়ের আরব আমিরশাহিতে। টিমের অন্যতম মালকিন হিসেবে সেখানেই ছিলেন প্রীতি জিন্টা। অন্যদিকে করবা চৌথে স্বামী জেন গুডএনাফের পাশেও থাকতে হত তাঁকে। পেশাগত দায়িত্ব শেষ করেই দুবাই থেকে লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন প্রীতি। লম্বা সফরের শেষে স্বামীর সঙ্গে দেখা করেন তিনি। হাজারও ক্লান্তি সত্ত্বেও পালন করেন করবা চৌথ। ভালবাসার প্রতিদান হিসেবে জেন স্ত্রীর গালে চুম্বন ছোঁয়া দিয়েছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রীতি। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন বংশোদ্ভূত জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা।

রবিনা ট্যান্ডন এবার ভার্চুয়ালি করবা চৌথ পালন করেছেন নিজের স্বামী অনিল থাডানির সঙ্গে। তাঁর ভার্চুয়ালি করবা চৌথ পালনের বেশ কিছু ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। তাতে ক্যাপশন দিয়ে লিখেছেন,” আমি সুখ, স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের জন্য, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার বাচ্চাদের এবং তাদের পরিবারের জন্য উপবাস করি। এই প্রথম অনিল এবং আমার বাচ্চারা করবা চৌথে আমার সঙ্গে থাকতে পারলো না। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা।” এবং শেষে তাঁরা ভিডিও কলের মাধ্যেমেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছেন।