ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে তথ্য পাঠানো বন্ধ করলেন কেন মমতা দিদি? রাজ্যে অপরাধ বাড়ছে সেটা গোপন করতেই কি?


মহিলাদের উপর অপরাধের ঘটনা বাড়ছে। সর্বভারতীয় গড় দেখুন আর এই রাজ্যের ছবি দেখুন।

রাজনৈতিক হত্যার ঘটনার শীর্ষে বাংলা। বিজেপির শতাধিক কর্মী খুন হয়েছেন। মৃত্যুর পর এফআইআর করতেও বাধা দেওয়া হয়।

প্রশাসনের পুরোদস্তুর রাজনীতিকরণ হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে সর্বতোভাবে ব্যর্থ তৃণমূল।


বাংলার কৃষকরা নিশ্চিন্ত থাকুন মে মাসের পর আপনাদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পৌঁছে যাবে। কারণ মে মাসের পর এখানে বিজেপি সরকার গড়বে।

লোকসভায় যা বলেছিলাম মিলেছে। ২২ আসনে জিতব বলেছিলাম, জিতেছি ১৮ টায়। এবার বলে যাচ্ছি ২০০র বেশি আসনে জিতব।

বিমল গুরুং আগেও গোর্খাদের জন্য লড়তেন এখনও লড়ছেন। কিন্তু যে গুরুং এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন তিনি গুরুংকে এখন সামনে পেয়েও গ্রেফতার করছেন না কেন? রাজনৈতিক কারণে মিথ্যা মামলা এরাজ্যে কীভাবে হয় তার সবচেয়ে বড় প্রমাণ এটি।

কে মুখ্যমন্ত্রী হবেন তা আগে ঘোষণা হবে কি হবে না দলের সভাপতি ও সংসদীয় দল ঠিক করবে।

বিহারে ভোটের প্রচারে যেতে পারিনি কারণ আমি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম। ডাক্তাররা আমাকে ৫ তারিখে বেরোতে বলেছেন বলে বাংলায় এসেছি। হ্যাঁ, বাংলায় আমরা লড়তে চাই ও জিততে চাই।

আরও পড়ুন-তপশিলি-রাজনীতি, ছবি তোলাতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: কটাক্ষ অভিষেকের




