Monday, August 25, 2025

তেজস্বীর আশায় জল, বিহারে ফল প্রকাশের আগে জামিন নয় লালুর

Date:

Share post:

বিহারে নির্বাচন উপলক্ষে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে আরজেডি সুপ্রিমো তেজস্বী জানিয়েছিলেন, ৯ নভেম্বর মুক্তি পাবেন লালু প্রসাদ যাদব। আর ১০ নভেম্বর ঘটবে নীতীশের পতন। যদিও ১০ নভেম্বর কী হবে সেটা সময় বলবে। তবে তেজস্বী প্রথম আশায় জল ঢেলে দিল আদালত। আগামী ৯ নভেম্বর জামিন পাচ্ছেন না লালু প্রসাদ যাদব। ঝাড়খণ্ড হাইকোর্টে লালুপ্রসাদ যাদবের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল ২৭ নভেম্বর পর্যন্ত।

বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন লালু প্রসাদ যাদব। যদিও শারীরিক অসুস্থতার কারণে জেলে না থেকে ঝাড়খণ্ডের রাজেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তিনি। যে তিন মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি জেলবন্দি তার মধ্যে দুটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন লালু। বাকি রয়েছে আরেকটি মামলা। গত ৯ নভেম্বর দুমকা ট্রেজারি মামলায় লালুর জামিনের আবেদনের শুনানি ছিল আদালতে। আরজেডির আশা ছিল ৯ নভেম্বর ওই শুনানিতে জামিন পেয়ে যাবেন দলের প্রধান। যদিও সে আশায় জল ঢেলে দিল আদালত। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি ৯ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতে তরফের।

আরও পড়ুন:বিধানসভা স্বাধিকারভঙ্গ মামলায় ‘রক্ষাকবচ’ পেলেও আত্মহত্যা প্ররোচনায় জামিন অধরাই অর্ণবের

আদালতের এহেন সিদ্ধান্তে যারপরনাই হতাশ বিহারের রাষ্ট্রীয় জনতা দল ও লালু প্রসাদ যাদবের শুভাকাঙ্খীরা। তেজস্বী যাদব সহ আরজেডির সমস্ত নেতৃত্ব আশাবাদী ছিলেন ১০ নভেম্বর ফল প্রকাশের দিন বাড়িতেই উপস্থিত থাকবেন লালু প্রসাদ যাদব। তবে তা আর সম্ভব হচ্ছে না। দীর্ঘ চার দশকে এই প্রথমবার ভোটের ফল প্রকাশের দিন বিহারে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে বড় মুখ করে বিহারে নির্বাচনী জনসভায় তেজস্বী যাদব জানিয়ে দিয়েছিলেন ৯ তারিখ বাড়ি ফিরছেন লালু প্রসাদ যাদব। আর ১০ তারিখ নীতীশের পতন। তবে আদালতে সিবিআইয়ের আবেদনের পর আপাতত ২৭ নভেম্বরের আগে লালুর বাড়ি ফেরার কোনও সম্ভাবনাই নেই।

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...