দিল্লিতে রাজ্যপালের লিখে আসা স্ক্রিপ্ট বাংলায় বসে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী!

২৯ অক্টোবর দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করে যে যে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ৬ অক্টোবর সন্ধ্যায় দিল্লি উড়ে যাওয়ার আগে ঠিক সেই অভিযোগের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে। রাজনৈতিক মহল বলছে, আসলে স্ক্রিপ্ট লিখে দিয়ে গিয়েছিলেন জগদীপ ধনকড়, আর তা পড়লেন অমিত শাহ।

রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করতে ২৯ অক্টোবর সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক। বেরিয়ে এসে একের পর এক অভিযোগ করেছিলেন রাজ্যপাল। গোটা রাজ্যে একটাও বিষয় নেই, যা নিয়ে তিনি প্রশংসা করতে পারেন!

আরও পড়ুন- ব্যক্তি মমতাকে আক্রমণ নয়, দলীয় নেতৃত্বকে বার্তা অমিত শাহর

রাজ্যপালের অভিযোগ কী ছিল?
১. রাজ্যে গণতন্ত্র নেই
২. রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস চলছে
৩. পুলিশ শাসক দলের আজ্ঞাবহ
৪. আমলারা নিরপেক্ষ নয়
৫. বিরোধীদের অকারণে গ্রেফতার, চলছে হামলা, আক্রমণ
৬. সন্ত্রাসমুক্ত ভোট কীভাবে হবে, তা ভেবেই শঙ্কিত
৭. কেন্দ্রের প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে না
৮. ৩৫৬ প্রয়োগ হবে কিনা, সেটা আমার বিষয় না।

শুক্রবার রাজ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর বাইরে একটিও বিষয় বলেননি অমিত শাহ। এরপর রাজনৈতিক মহল যদি বলে জগদীপ ধনকড় স্ক্রিপ্ট লিখে এসেছিলেন ২৯ অক্টোবর। অমিত শাহ তা পড়লেন ৬ নভেম্বর, তাহলে কি খুব একটা ভুল বলা হবে!

আরও পড়ুন- তেজস্বীর আশায় জল, বিহারে ফল প্রকাশের আগে জামিন নয় লালুর

Previous articleতেজস্বীর আশায় জল, বিহারে ফল প্রকাশের আগে জামিন নয় লালুর
Next article‘আমার রাজনীতি- পাঠের ভাষায় পরিবর্তন প্রয়োজন’, পিকে-কে তোপ মিহির গোস্বামীর