Monday, November 10, 2025

সৌরভ না শুভেন্দু, বিজেপির একুশে মুখ কে? জানিয়ে দিলেন অমিত শাহ

Date:

Share post:

একুশে বাংলা দখলের লড়াইয়ে বিজেপির মুখ কে? কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে তৃণমূলের মতো দোর্দণ্ডপ্রতাপ দলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে গেরুয়া শিবির? বিহারের থেকেও বাংলা দখলের লড়াইয়ে বেশি মনোযোগী বিজেপি। কিন্তু বঙ্গ বিজেপির ম্যানেজারদের মধ্যে কাউকেই পছন্দ নয় সর্বভারতীয় বিজেপির। কারণ, বাংলায় বিজেপিকে যাঁরা নেতৃত্ব দেন, বঙ্গবাসীর মধ্যে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন আছে! আর সেই কারণেই তো বারেবারে অমিত শাহদের দিল্লি থেকে হেলিকপ্টারে বাংলায় উড়ে আসতে হয়!

আসলে বঙ্গ বিজেপি-র মাকাল ফল, তা আলবাত জানে দিল্লির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই মেইন স্ট্রিম-এর বাইরে গিয়ে অন্য কাউকে যদি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা যায় সে ভাবনা দীর্ঘদিনের। আর সেই জায়গা থেকেই খুব স্বাভাবিকভাবেই অমিত শাহের কাছে প্রশ্ন ছিল, বাংলায় আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? যাঁকে দেখে মানুষ আপনাদের ক্ষমতায় আনবে? ২০১১ সালে পরিবর্তনের বছরে বামেদের বিরুদ্ধে মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার বিরুদ্ধে বিজেপির মুখ কে?

বাংলা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুটি নাম জোরালো ভাবে ঘোরাফেরা করছে। এক, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই, শুভেন্দু অধিকারী। ফলে একুশে বাংলায় বিজেপির মুখ কে? সৌরভ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নই করা হয়েছিল অমিত শাহকে। তার জবাবও খোলাখুলি দিলেন সর্বভারতীয় বিজেপি সেকেন্ড ম্যান।

আরও পড়ুন- হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

সৌরভ বা শুভেন্দু, তাঁরা কি হচ্ছেন বিজেপির মুখ? শুক্রবার অমিত শাহ বলেন, ”দুটো নামেই সীমিত নেই। অনেক লম্বা তালিকা। আমার সঙ্গে কারও কথা হয়নি।”

এরপরই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন সেই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন,”মুখ্যমন্ত্রীর মুখ দলের সভাপতি নির্বাচন করবেন। সংসদীয় বোর্ড আছে। অনেক জায়গায় তো মুখ ছাড়াই লড়েছি। এই দেখুন না উত্তরপ্রদেশেও তো কোনও মুখ ছিল না। তাও তিন চতুর্থাংশ আসন পেয়েছি। বাংলাতেও আমার হতে পারে!”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...