Sunday, August 24, 2025

লক্ষ্মীপুজোর পরেও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম, স্বস্তি বহাল রাজ্য থেকে মেট্রোতে

Date:

Share post:

শুক্রবারের পর শনিবারও দেশে অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোলের দাম। ৬ সপ্তাহ ধরে ডিজেলের দামেও পরিবর্তন নেই। কলকাতায় ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৬২০.৫০ টাকা।

শনিবার দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।

আরও পড়ুন : ঊর্ধ্বমুখী সোনা, বাড়ল রুপোর দামও

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

কেন বাড়তে পারে দাম?
করোনা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতির হাল বেহাল। এমতাবস্থায় অর্থনীতির চাকা সচল করে তুলতে মরিয়া কেন্দ্র। এমতাবস্থায় উৎসবের মরসুম যেতে না যেতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। সূত্র মারফৎ এখবর জানা যাচ্ছে।

আরও পড়ুন : ৭ নভেম্বর, শনিবারের বাজার দর

জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

spot_img

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...