Sunday, November 2, 2025

মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

Date:

Share post:

মালদহে আন্দোলনকারী সাফাইকর্মীদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাঠগড়ায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গত এক মাস ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ চলছে সাফাই কর্মীদের। ৪২ জন সাফাই কর্মীকে কোনরকম আগাম নোটিশ ছাড়াই ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে তাঁদের কাজে বহাল করার দাবি তুলে আন্দোলনের নামে মালদা বাশফোর ও হরিজন’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ টি ওয়ার্ড রয়েছে। গত কয়েক বছরে তৈরি হয়েছে ট্রমা কেয়ার সেন্টার সহ একাধিক নতুন ব্লক। দৈনিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা নেন আড়াই হাজারেরও বেশি রোগী। এছাড়া বিভিন্ন অন্তঃবিভাগে চিকিৎসা পান আরো হাজারেরও বেশি রোগী। আগের তুলনায় পরিছন্নতা খানিকটা হলেও বেড়েছে।

আরও পড়ুন : ‘দাদার অনুগামীদের’ ব্যানার-পোস্টার আলিপুরদুয়ারেও

আন্দোলনকারীদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে এইসব সাফাই কর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে হাসপাতাল সাফাইয়ের কাজ করেছেন। অথচ, নতুন সাফাই এজেন্সি দায়িত্বে আসার পরেই মালদা মেডিকেল কলেজের ২৭৭ জন সাফাই কর্মীর মধ্যে ৪২ জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরই অস্থায়ী কর্মীরা কর্ম বিরতি শুরু করেন। যদিও, কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ আন্দোলন স্থগিত হয়।

সোমবার ফের মালদা বৃন্দাবনী ময়দানে জমায়েত করেন কয়েকশো সাফাই কর্মী। অস্থায়ী কর্মীদের স্থায়ী করণ, বেতন বৃদ্ধি, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্নিয়োগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয় তাদের। তবে রাজি না হওয়ায়, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...