‘গরিব’ সেনেটর থেকে প্রেসিডেন্ট, জেনে নিন বাইডেনের সম্পত্তির পরিমাণ

নিজেকে একসময় গরিব হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়ে আমেরিকার ৪৬ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, বহু লক্ষ ডলারের মালিক জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে ছিলেন তিনি। জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ মার্কিন ডলার। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দেলাওয়ারে অবস্থিত দুটি বাংলো। যার দাম ৪০ লক্ষ ডলার। পেনশনের ১০ লক্ষ ডলার নগদ হিসেবে রয়েছে ব্যাঙ্কে।

প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত মার্কিন সেনেটর ছিলেন জো বাইডেন। নিজের রাজনৈতিক জীবনে ৬ বার আমেরিকার সেনেটর হয়েছেন জো বাইডেন। বারাক ওবামার শাসনকালে দু’বার হয়েছেন উপরাষ্ট্রপতি। সেনেটর থাকাকালীন মেয়াদকালে বাইডেন উপহাস করে বলতেন, ‘‘আমি কংগ্রেসের সবচেয়ে গরিব মানুষ।’’ দীর্ঘ ৮ বছর উপরাষ্ট্রপতি থাকাকালীন তাঁর বাৎসরিক বেতন ছিল ২ লক্ষ ৩০ হাজার ডলার।

আরও পড়ুন:হোয়াইট হাউস ছাড়লেও সুযোগ-সুবিধায় কোনও খামতি থাকছে না ট্রাম্পের