Saturday, August 23, 2025

বাইকের টাকা না পেয়ে ঘুমন্ত বধূর গায়ে আগুন দিয়ে ফেরার স্বামী সহ ৫

Date:

Share post:

বাইক কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় বধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তাঁর পরিবারের অন্তত ৫ জন সদস্য। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হযেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বধূর নাম রুমালি বিবি(২৮)। স্বামী সাদিকুল শেখ পেশায় শ্রমিক। রুমালি বিবির মা, বাবা জানিয়েছেন, পাঁচ বছর আগে তাদের সামাজিক নিয়মে বিয়ে হয়। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। সাদিকুল শ্রমিকের কাজ করে যে পয়সা রোজগার করত সেই পয়সা নিয়ে মদ জুয়া খেলে উড়িয়ে দিতো। যার ফলে সংসার খরচ ঠিকমতো সে দিত না। এর ওপর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল কেনার জন্য সম্প্রতি ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু ওই বধূর বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সেই টাকা দিতে পারছিল না। এদিকে প্রায়ই রুমালিকে সেই টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল সাদিকুল ও তার পরিবারের সদস্যরা।

এদিনও সেই টাকার জন্য রুমালি তাঁর বাপের বাড়িতে যায়। এরপর সেই টাকা না নিয়ে রুমালি শ্বশুর বাড়িতে ফিরে আসে। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। অভিযোগ, গভীর রাতে রুমালিকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদিকুল ও তার পরিবারের সদস্যরা। রুমালির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত সাদিকুল ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় রুমালিকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...