Tuesday, November 4, 2025

নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে মীরজাফর বললেন ফিরহাদ?

Date:

Share post:

না।
একটিবারও শুভেন্দু অধিকারীর নাম করেননি।
একটিবারও সরাসরি শুভেন্দুকে কিছু বলেননি।

কিন্তু মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দুর সভার ছঘন্টার মধ্যে পাল্টা সভায় ইঙ্গিতপূর্ণ কামান দাগলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন : নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

তিনি শুভেন্দুরই দুদিন আগের কথার রেশ ধরে বলেন,” আমরা কেউই হেলিকপ্টারে নামিনি। সিঁড়ি দিয়ে উঠেছি। আর সেই সিঁড়িটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন : তপসিয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নিমেষে পুড়ে ছাই ২০টি ঝুপড়ি

ফিরহাদ বলেন,” কাউকে বলছি না। নিজেকে বলছি। আজ যা হয়েছি, সব মমতাদির জন্য। তাঁকে ছাড়া বাংলা হয় না। হবে না। তাঁর অবদানকে অস্বীকার করা যায় না।”

এসব বলতে গিয়েই তিনি হঠাৎ বলেন,” থাকে। মীরজাফররাও থাকে।”
তবে এপ্রসঙ্গে কোনো নাম তিনি বলেননি।

ফিরহাদ বলেন,” সকালে ডাকেননি কেন? ডাকলে আসতাম। মালা দিতাম শহীদদের তর্পনে। ডাকা হবে না, আসতে দেওয়া হবে না, আবার আমি আমি করে আমিত্ব দেখিয়ে কথা বলা হবে, এ কেমন কথা? আমি না, বলতে হবে আমরা।”

ফিরহাদ বলেন,” আমি পথ, রথ, মূর্তি কিছুই হব না। কারণ আমি জানি অন্তর্যামীই শেষ কথা। তিনি হলেন মমতাদি। তিনি কাজের সুযোগ না দিলে আমরা কেউ কিছু নই।”

আরও পড়ুন : নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

ফিরহাদ বলেন,” মহাত্মা গান্ধী ছাড়া ভারত হয় না, মাও সে তুং ছাড়া চিন হয় না, লেনিন ছাড়া সোভিয়েত হয়না। ঠিক তেমন মমতা ছাড়া বাংলা হয় না।”

তিনি বলেন,” যারা মমতাদির হাত দুর্বল করছে, তারা আসলে বিজেপির হাত শক্ত করছে। সিপিএম খুব খারাপ ছিল। বিজেপি আরও খারাপ পার্টি। এমন কিছু করবেন না যাতে তাদের সুবিধে হয়। বাংলায় বিজেপির জায়গা নেই। ওরা মমতাকে সরাতে চায় ভাঙন ধরিয়ে। জননেত্রী বাংলাকে ঠিক পথে রেখেছেন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেন। বিজেপি এলে ধর্মের নামে সন্ত্রাস ফিরবে। এসব হতে দেবেন না।”

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...