ভারতে ফিরছে পাবজি! খুশি নেটিজেনরা

পাবজি। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন গেমগুলির মধ্যে অন্যতম এই পাবজি! আট থেকে আশি, প্রত্যেকেই এই খেলার মোহে মোহিত! কিন্তু ভারত-চিন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে তৈরি হওয়া জটিলতায় প্রভাব পড়েছিল পাবজির উপর। অগত্যা কেন্দ্রীয় সরকারের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই জনপ্রিয় গেম। আবার ফিরছে পাবজি।

জানা গিয়েছে, খোলনোলচে বদলে ভারতে ফের পা রাখতে চলছে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’। গেম প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যেই বিভিন্ন অ্যাপ স্টোরে পাওয়া যাবে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’। নতুন এই গেমটি তৈরি করা হয়েছে ভারতীয় ইউজারদের কথা ভেবেই। তথ্যের সুরক্ষাকে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। প্রশাসনিক নিয়ম নীতি মানার পাশাপাশি তারা নিয়মিত তাদের তথ্যভাণ্ডারের অডিট চালাবে বলে জানিয়েছে। এর ফলে ইউজারদের তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে বলে মত বিশেষজ্ঞদের।

পাশাপাশি, গেমের ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছে। একটি বিশেষ ব্যবস্থাও থাকছে গেমে। কমবয়সী ইউজাররা একটানা বেশিক্ষণ গেমটি খেলতে পারবে না। এছাড়া ভারতে একটি অফিসও খুলবে সংস্থা। নেওয়া হবে শতাধিক কর্মী। শোনা যাচ্ছে, পাবজি কর্তৃপক্ষ ভারতে অনলাইন গেমিং ক্ষেত্রে ৭৪৬ কোটি টাকা বিনিয়োগের ভাবনা চিন্তাও করছে।

আরও পড়ুন- স্পিকারের কাছে বিধায়ক পদে ইস্তফাপত্র বেচারামের, সিঙ্গুরে গণ-পদত্যাগ কর্মসূচি অনুগামীদের