Tuesday, January 13, 2026

কোচবিহারের ব্যক্তিকেন্দ্রিক জনসংযোগে তৃণমূল নেতা

Date:

Share post:

কিশোর সাহা

সাতসকালেই সদলবলে বেরিয়ে পড়ছেন কোচবিহারের তৃণমূল যুব নেতা অভিজিৎ দে ভৌমিক। প্রবীণদের বাড়ির সামনে বসে থাকতে দেখলে হাঁটু মুড়ে বসে পড়ছেন। দিদির দূত হিসেবে নিজের পরিচয় দিয়ে আগামী বিধানসভা ভোটে আবার তৃণমূলের পাশে দাঁড়ানো অনুরোধ করছেন। বিদায়ের সময়ে জয় রাধে বলতেও শোনা যাচ্ছে তাঁকে।

শনিবার সকালে তুফানগঞ্জ শহরে এমনই ছবি দেখা গিয়েছে। একা অভিজিৎ দে ভৌমিক নন, তাঁর সঙ্গে তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান অনন্ত রায়, যুব নেতা শিবু পাল, তনু সেনের মতো তৃণমূল নেতাও ছিলেন। চলার পথে যতজনের সঙ্গে দেখা হয়েছে কথা বলার চেষ্টা করেছেন তিনি।
এভাবেই চলার পথে একটি বাড়ির বাইরের দেওয়াল জুড়ে বাহারি গাছ ছেয়ে থাকা দেখে দাঁড়িয়ে প্রশংসা করেছেন। ওই গাছ কোথায় পাওয়া যায়, কীভাবে পরিচর্যা হয় তার খোঁজখবর নিয়েছেন। প্রশংসায় অভিভূত হয়ে বাড়ির মালিক তাঁকে গাছের চারা উপহার দিতে চেয়েছেন।

মাস কয়েক আগে জেলার যুব সভাপতি পদের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রাতর্ভ্রমণে জনসংযোগ করছেন অভিজিৎ। এর আগে কোচবিহার শহরের নানা এলাকায় ঘুরে জনসংযোগ করেছেন। এবার গোটা জেলার গ্রাম-শহরে প্রথম দফায় অন্তত একদিন করে নিজে ঘোরার পরিকল্পনা নিয়েছেন তিনি। তিনি জেলার মহকুমা ও ব্লক সদর তো বটেই, গ্রামে-গ্রামেও যাবেন বলে জানান তিনি। তার পরে সে সব জায়গায় নিয়মিত দলের স্থানীয় যুব নেতারা সকালে জনসংযোগ করবেন।

গত লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূলকে হারিয়ে দিয়েছে বিজেপি। সেই ভোটের ব্যবধানের হিসেবে কোচবিহারের ৯টি বিধানসভার বেশির ভাগে আসনেই তৃণমূল বিজেপির চেয়ে পিছিয়ে। তার পরে কোচবিহারের জেলার সভাপতি পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে যুব নেতা পার্থপ্রতিম রায়কে বসানো হয়েছে। কিছুদিনের মাথায় অভিজিৎকে জেলা যুব সভাপতি করেছে তাঁর দল। আগামী বিধানসভা ভোটের আগে জেলার নানা এলাকায় ঘুরে দিদির দূত হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের সঙ্গে খোলামেলা কথা বলতে আসরে নেমেছেন এই নেতা।

অবশ্য এ নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ, সাতসকালে মিডিয়ার লোকজন নিয়ে ঘটা করে প্রাতঃভ্রমণ করে দলের কাছে নম্বর বাড়াতে পারলেও ভোটের অঙ্ক বৃদ্ধি করতে পারবেন বলে মনে হয় না।

আরও পড়ুন-সীমান্তে পরীক্ষা চাইলে উপযুক্ত জবাব পাবে, সেনাদের সঙ্গে দেওয়ালি কাটিয়ে হঁশিয়ারি মোদির

spot_img

Related articles

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প...

আসানসোলে কয়লাখনিতে ধস! মৃত ২, আটকে বহু

ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে...

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...