Wednesday, November 12, 2025

এবার ‘দাদা’র জন্য অনুগামীদের পৃথক নিরাপত্তা দল

Date:

Share post:

অরাজনৈতিক সভা, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ‘দাদার অনুগামীদে’র পোস্টার, নন্দীগ্রাম দিবসে পতাকা ছাড়া অনুষ্ঠান- এসব তো ছিলই, এবার শুভেন্দু অধিকারীর জন্য আলাদা নিরাপত্তা দল গড়ে তুললেন তাঁর অনুগামীরা। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু। সেই মতোই তাঁর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ইদানিং জঙ্গলমহলে তাঁর নিরাপত্তায় আলাদা দল গঠন করছেন ‘দাদার অনুগামীরা’।

কালীপুজোর উদ্বোধনে শনিবার ঝাড়গ্রামের বিনপুর ও গোপীবল্লভপুরে গিয়েছিলেন শুভেন্দু। ওই দিনই নজরে আসে তাঁকে ঘিরে ৮০ জন তরুণের ‘নিরাপত্তা বলয়’। তাঁদের পরনে শুভেন্দুর ছবি দেওয়া টি-শার্ট।এখন থেকে ঝাড়গ্রামের যেখানেই শুভেন্দু যাবেন, সেখানে এবং যাত্রাপথে নজরদারি চালাবেন ওই নিরাপত্তা দলের সদস্যরা। মন্ত্রীর কনভয়ের সঙ্গে আলাদা একাধিক গাড়িতে থাকবে এই ‘নিরাপত্তা-দল’। গাড়ি থেকে নেতা নামার পরেই দলের সদস্যরা হাতে হাত ধরে সুরক্ষা বলয় তৈরি করবেন।

শনিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান দুটিতে আগাগোড়া ১২টি গাড়িতে ছিলেন দলের সদস্যরা ছিলেন। মন্ত্রী মঞ্চে থাকাকালীন একাংশ ছিলেন মঞ্চে, বাকিরা নীচে এবং চারপাশে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা পুলিশের আধিকারিকেরা।

‘জেড প্লাস’ বা তার সমতুল্য নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম। মাওবাদী প্রভাবিত এলাকায় শুভেন্দুর জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করেছিল স্বরাষ্ট্র দফতর, যদিও তিনি সেটা নেননি। এখন ঝাড়গ্রামে গেলে তাঁর পাইলট কারের পিছনে থাকে আরও তিনটি পুলিশের গাড়ি ও অতিরিক্ত একটি গাড়ি। ভিভিআইপি হিসেবে শুভেন্দু অধিকারী যে থানা এলাকা দিয়ে যান, সেখানকার টহলদারি গাড়িও পাইলট কারের আগে থাকে।

সম্প্রতি শুভেন্দু-ঘনিষ্ঠ মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন, নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের ও মেঘনাদ পালের নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এই আবহে শুভেন্দুর জন্য অনুগামীদের আলাদা ‘নিরাপত্তা-দল’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:আন্দোলনের রূপরেখা তৈরি করতে কাল অধীর-বিমানদের বৈঠক

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...