Tuesday, August 26, 2025

ভোটের সময় সিমলায় পিকনিক করছিলেন রাহুল, গুরুতর অভিযোগ আরজেডি নেতার

Date:

Share post:

বিহার নির্বাচন মহাজোটকে হারিয়ে ক্ষমতা দখল করেছে এনডিএ। যদিও বিহারে সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছে আরজেডি। ভোটের ফলাফলকে অংকে ফেলে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহাজোটে অংশ না নিয়ে আরজেডি যদি একা লড়ত তাহলে হয়ত অন্য রকম ফল হতে পারত বিহার নির্বাচনে। স্বাভাবিকভাবেই মহাজোটের খারাপ ফলের জন্য আঙুল উঠছে কংগ্রেসের দিকে। এহেন সময়ই এবার রাহুল গান্ধী দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন আরজেডির প্রবীণ নেতা শিবানন্দ তিওয়ারি। তাঁর অভিযোগ বিহারে নির্বাচনের সময় প্রচারের পরিবর্তে সিমলায় পিকনিক করছিলেন রাহুল।

সাম্প্রতিক বিহার নির্বাচনে হারের দায় সরাসরি কংগ্রেসের উপর চাপিয়ে এদিন শিবানন্দ তিওয়ারি জানান, মহাজোটের পক্ষে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস পার্টি। তার কথায় কংগ্রেস মোট ৭০ জন প্রার্থী দিয়েছিল। কিন্তু ৭০টিও নির্বাচনী প্রচার করেনি। মাত্র তিন দিনের জন্য বিহারে এসেছিলেন রাহুল গান্ধী। এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিহারে যখন পুরোদমে নির্বাচন চলছে সেই সময় সিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে পিকনিক করছিলেন রাহুল গান্ধী। একই সঙ্গে প্রশ্ন তুলে তিওয়ারি জানান, ‘একটা দল কখনো এইভাবে চলে?’ কংগ্রেস দল যেভাবে পরিচালিত হচ্ছে তাতে বিজেপির লাভ হচ্ছে বলেও অভিযোগ তার।

আরও পড়ুন:পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

শুধু তাই নয়, শিবানন্দ তিওয়ারি আরও বলেন, ‘আমি মনে করি কেবল বিহার নয় অন্যান্য রাজ্যে ও কংগ্রেস বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোর দেয় অথচ নির্বাচনে জয়লাভ করতে তারা ব্যর্থ হয়। এ বিষয়ে কংগ্রেসের ভাবনা চিন্তা করা উচিত।’ প্রসঙ্গত সাম্প্রতিক বিহার নির্বাচনে ৭০ টি আসনে লড়াই করেছিল কংগ্রেস। কিন্তু এতগুলো আসনে লড়াই করে মাত্র ১৯ টি আসনে জয়লাভ করেছে তারা। যা নিঃসন্দেহে চরম হতাশাজনক ফল। আর এই ফলের জন্য ভুগতে হয়েছে মহাজোটকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি কংগ্রেস যদি আরো ৮ থেকে ১০ টি আসন জিততে পারতো তাহলে বিহার নির্বাচনের ফলাফল অন্যরকম হতো।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...