Wednesday, August 27, 2025

আমূল থেকে ক্যাডবেরি- বিজ্ঞাপনী পোস্টারে শ্রদ্ধা কিংবদন্তিকে

Date:

Share post:

সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন করে আমূল। সে কোনো ঘটনাই হোক বা দেশের কোনো কৃতিত্ব- সবকিছুই থাকে তাদের মাখনের বিজ্ঞাপনে। আর তা নিয়ে চর্চাও কম হয় না। কারণ অত্যন্ত মুনশিয়ানা থাকে বিজ্ঞাপনের ভাষা এবং তাঁর পরিবেশনে। এবার একজন বাঙালিকে নিয়ে বিজ্ঞাপন করল তারা। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আমূল লিখেছে, বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। বাঙালি তিনি প্রথম না হলেও, প্রথমবার কোনও শিল্পীর উদ্দেশে বাংলায় বিজ্ঞাপনী পোস্টার তৈরি করল তারা।

দীর্ঘ ৪০ দিনের সব লড়াই, প্রার্থনা শেষ করে চলে গেলেন ফেলুদা। দীপাবলির রেশমিটুকু নিয়ে নেই মিলিয়ে গেলেন অনন্তে। ৩০০টিরও বেশি ছবি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু বাংলা সিনেজগতই নয়, রঙ্গমঞ্চ ও সাহিত্য সবদিকেই তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে। সেই মহান অভিনেতার প্রয়াণে অভিনব শ্রদ্ধা জ্ঞাপন করল আমূল।

সাদা-কালো পোস্টারে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবয়ব। আমূল গার্লের হাতে মোমবাতি। গোটা বাংলা অক্ষরে লেখা, “বাংলা মিত্রহীন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০)।” পোস্টারে লেখা “বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ!”

তবে আরও একটা ইংরেজি পোস্টার করেছে আমূল। তাতে লেখা হয়েছে ‘অপার সংসার’। অনেকের মতে, অপুর সংসারটা ‘অপার সংসার’ লেখা হয়েছে।অবশ্য সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবির চরিত্রের ইলাসট্রেশন রয়েছে।সম্ভবত, অপার অর্থে অভিনেতার ব্যাপ্তি বোঝানোর চেষ্টা করেছে আমূল।

তবে, শুধু আমূল একা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে আর একটি বহুজাতিক সংস্থা ক্যাডবেরিও। তাঁদের বেগুনির উপর দিয়ে লেখা ‘তোমারে সেলাম’। সঙ্গে সৌমিত্রর অবয়ব। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক বিজ্ঞাপনী ছবি বলে দেয় জনপ্রিয়তার কোন শিখর ছুঁয়ে ছিলেন ক্ষিতদা।

আরও পড়ুন:সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন, স্মৃতিচারণে ‘অশনি সংকেত’ এর নায়িকা ববিতা

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...