Sunday, January 11, 2026

আমূল থেকে ক্যাডবেরি- বিজ্ঞাপনী পোস্টারে শ্রদ্ধা কিংবদন্তিকে

Date:

Share post:

সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞাপন করে আমূল। সে কোনো ঘটনাই হোক বা দেশের কোনো কৃতিত্ব- সবকিছুই থাকে তাদের মাখনের বিজ্ঞাপনে। আর তা নিয়ে চর্চাও কম হয় না। কারণ অত্যন্ত মুনশিয়ানা থাকে বিজ্ঞাপনের ভাষা এবং তাঁর পরিবেশনে। এবার একজন বাঙালিকে নিয়ে বিজ্ঞাপন করল তারা। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আমূল লিখেছে, বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। বাঙালি তিনি প্রথম না হলেও, প্রথমবার কোনও শিল্পীর উদ্দেশে বাংলায় বিজ্ঞাপনী পোস্টার তৈরি করল তারা।

দীর্ঘ ৪০ দিনের সব লড়াই, প্রার্থনা শেষ করে চলে গেলেন ফেলুদা। দীপাবলির রেশমিটুকু নিয়ে নেই মিলিয়ে গেলেন অনন্তে। ৩০০টিরও বেশি ছবি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু বাংলা সিনেজগতই নয়, রঙ্গমঞ্চ ও সাহিত্য সবদিকেই তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে। সেই মহান অভিনেতার প্রয়াণে অভিনব শ্রদ্ধা জ্ঞাপন করল আমূল।

সাদা-কালো পোস্টারে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবয়ব। আমূল গার্লের হাতে মোমবাতি। গোটা বাংলা অক্ষরে লেখা, “বাংলা মিত্রহীন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০)।” পোস্টারে লেখা “বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ!”

তবে আরও একটা ইংরেজি পোস্টার করেছে আমূল। তাতে লেখা হয়েছে ‘অপার সংসার’। অনেকের মতে, অপুর সংসারটা ‘অপার সংসার’ লেখা হয়েছে।অবশ্য সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবির চরিত্রের ইলাসট্রেশন রয়েছে।সম্ভবত, অপার অর্থে অভিনেতার ব্যাপ্তি বোঝানোর চেষ্টা করেছে আমূল।

তবে, শুধু আমূল একা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে আর একটি বহুজাতিক সংস্থা ক্যাডবেরিও। তাঁদের বেগুনির উপর দিয়ে লেখা ‘তোমারে সেলাম’। সঙ্গে সৌমিত্রর অবয়ব। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক বিজ্ঞাপনী ছবি বলে দেয় জনপ্রিয়তার কোন শিখর ছুঁয়ে ছিলেন ক্ষিতদা।

আরও পড়ুন:সৌমিত্র দা চিরকাল আমার হৃদয়ে থাকবেন, স্মৃতিচারণে ‘অশনি সংকেত’ এর নায়িকা ববিতা

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...