বাম-কংগ্রেস হাত মিলিয়েছে, তাই সিপিএম ছেড়ে বিজেপিতে যাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর

ফের সিপিএম ভেঙে বিজেপিতে যোগদান। এবার দলবদলে বড়সড় চমক দিতে চলেছে বিজেপি। আজ, মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বামেদের জনপ্রিয় কাউন্সিলর রিঙ্কু নস্কর। যা একুশের বিধানসভা নির্বাচনের আগে খুব তাৎপর্যপূর্ণ।

কলকাতার পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু নস্কর দলবদল নিয়েই রিঙ্কু নস্কর বিজেপিতে যোগ দেবেন বলে দাবি গেরুয়া শিবিরের। তাহলে কি রাজনীতিতে নীতি-আদর্শ বলে কিছু নেই? বামেদের ভোটে কাউন্সিলর হয়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে রিঙ্কু বলেন, “এখন আর কেউ নীতি-আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। দল ছাড়ার ব্যাপারে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত, রিঙ্কুদেবী যে বিজেপিতে যোগ দেবেন, সেটা অনেক আগেই বোঝা গিয়েছিল। তাঁর স্বামী মানস মুখোপাধ্যায় একসময় নকশাল আন্দোলনের নেতা ছিলেন। তিনি আগেই বিজেপিতে যোগ দেন। ফলে রিঙ্কুর শিবিরে নাম লেখানো ছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:সম্পত্তির পুরো হিসেব দিন, সস্ত্রীক মুকুল রায়কে ED-র কড়া নোটিস

Previous articleআজ থেকে কোন কোন লোকাল বাড়ল?
Next articleআমূল থেকে ক্যাডবেরি- বিজ্ঞাপনী পোস্টারে শ্রদ্ধা কিংবদন্তিকে