Friday, November 14, 2025

সেজে উঠছে কর্ণগড়, ইতিহাস ছোঁওয়ার অপেক্ষায় পর্যটকরা

Date:

Share post:

রানি শিরোমণির স্মৃতি বিজড়িত শালবনির কর্ণগড়ের কথা জানেন? সব কিছু ঠিকঠাক থাকলে, শীতের মরসুমে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে পারে ইতিহাস-সমৃদ্ধ এই কর্ণগড়। পর্যটকদের থাকার কটেজ চালু হয়ে যাবে ডিসেম্বরেই। চলছে জোরকদমে প্রস্তুতি। আসলে এই এলাকার সঙ্গে ওতেপ্রাতভাবে জড়িয়ে আছে ইতিহাস। আর সেই আকর্ষণেই বহু মানুষ ছুটে আসেন শালবনির কর্ণগড়ে।
শালবনির বিডিও সঞ্জয় মালাকার বলেন, ‘‘এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে নানা পদক্ষেপ করা হচ্ছে।’’
রানি শিরোমণির গড়ে এখন দুর্গ না থাকলেও, রয়েছে দুর্গের অংশ বিশেষ। সেই স্মৃতিও আগাছায় ভরে গিয়েছিল। সংস্কারের অভাবে হারাতে বসেছিল ইতিহাস । গত মাসে জেলা সফরে এসে কর্ণগড় মন্দিরের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয় । চেষ্টা করা হচ্ছে তার শ্রী ফেরানোর ।
নিশ্চয়ই ভাবছেন কী সেই ইতিহাস?
কর্ণগড়ে এখন রয়েছে বলতে শুধু মহামায়ার মন্দির। রানি শিরোমণি এখানে পুজো দিতে আসতেন।
ইতিহাস বলছে, ১৭৫৫ সালে মৃত্যু হয় শেষ অপুত্রক রাজা অজিত সিংহের। তাঁর দুই রানি ছিলেন ভবানী ও শিরোমণি। রানি শিরোমণি ইংরেজদের বিরুদ্ধে স্থানীয় মানুষকে এককাট্টা করে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে ইংরেজদের কোপে পড়েছিলেন রানি। তাঁকে বন্দিও করা হয়েছিল। নাড়াজোলের রাজা আনন্দলাল খানের মধ্যস্থতায় চরম সাজা না হলেও তাঁকে আবাসগড়ে গৃহবন্দি করে রাখা হয়। রানি শিরোমণির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের ইতিহাস বহন করে চলেছে শালবনির এই এলাকা।
সব ঠিকঠাক থাকলে মাসখানেকের মধ্যেই হাতের নাগালের মধ্যে শালবনিতে সেই ইতিহাসকে ছুঁতে পারবেন পর্যটকরা।

spot_img

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...