Tuesday, August 26, 2025

নেতৃত্বের উপর আস্থা নেই, সিপিএম ছেড়ে বিজেপিতে কাউন্সিলর রিঙ্কু! যাদবপুরে প্রার্থী?

Date:

Share post:

ফের সিপিএম ভেঙে বিজেপিতে যোগদান। এবার দলবদলে বড়সড় চমক। আজ, মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন বামেদের জনপ্রিয় কাউন্সিলর রিঙ্কু নস্কর। যা একুশের বিধানসভা নির্বাচনের আগে খুব তাৎপর্যপূর্ণ। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন সিপিএমের আরও অনেক কর্মী-সমর্থক। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রিঙ্কুর হাতে দলীয় পতাকা তুলে দেন।

আরও পড়ুন : বঙ্গের ভোটে দিল্লি-নাগপুরের অবাঙালি নেতাদের উপর আস্থা বিজেপির, কী তাঁদের পরিচয়?

কলকাতার পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু নস্কর দলবদল নিয়েই রিঙ্কু নস্কর বিজেপিতে যোগ দেবেন বলে আগেই দাবি করেছিল গেরুয়া শিবির। তাহলে কি রাজনীতিতে নীতি-আদর্শ বলে কিছু নেই? বামেদের ভোটে কাউন্সিলর হয়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে এখন বিশ্ববাংলা সংবাদের মুখোমুখি হয়ে রিঙ্কু বলেন, “এখন আর কেউ নীতি-আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। দল ছাড়ার ব্যাপারে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।”

এরপরই সিপিএম নেতাদের একহাত দিয়ে রিঙ্কুদেবী বলেন, “সিপিএমে এখন কোনও নেতৃত্ব নেই। যাদের উপর ভরসা করে রাজনীতির লড়াইয়ের ময়দানে নামা যায়। নীতি-আদর্শ
বলেও কিছু নেই। আগামী দিনে সিপিএম ছেড়ে আরও নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দেবেন। শুধু সময়ের অপেক্ষা।”

একুশের বিধানসভা নির্বাচনে আপনি কি যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন? এই প্রশ্নে মুচকি হাসি দিয়ে অনেক কিছুরই ইঙ্গিত দিলেন রিঙ্কু নস্কর!

আরও পড়ুন : যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌমিত্র-কন্যা পৌলমী?

প্রসঙ্গত, রিঙ্কুদেবী যে বিজেপিতে যোগ দেবেন, সেটা অনেক আগেই বোঝা গিয়েছিল। তাঁর স্বামী মানস মুখোপাধ্যায় একসময় নকশাল আন্দোলনের নেতা ছিলেন। তিনি আগেই বিজেপিতে যোগ দেন। ফলে রিঙ্কুর শিবিরে নাম লেখানো ছিল শুধু সময়ের অপেক্ষা।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...