Saturday, August 23, 2025

নিষেধাজ্ঞা প্রত্যাহার সুপ্রিম কোর্টের, জেলায় ঢুকতে পারবেন একদা দোর্দণ্ডপ্রতাপ সুশান্ত ঘোষ

Date:

Share post:

গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুরের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ এবার ঢুকতে পারবেন তাঁর জেলায়৷ দেশের শীর্ষ আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷

বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত এই প্রাক্তন মন্ত্রীর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশের ক্ষেত্রে এতদিন নিষেধাজ্ঞা ছিল কোর্টের ৷

আরও পড়ুন- ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ লুইস সুয়ারেজ

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর সামনে আসে বেনাচাপড়া কঙ্কাল- কাণ্ড৷ সেই মামলায় গ্রেফতারও করা হয় তাঁকে৷ সুপ্রিম কোর্ট গত ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সুশান্তবাবুকে শর্তাধীন জামিন দেয়৷ শর্ত ছিলো তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকতে পারবেন না। দীর্ঘ ৭ বছর ৯ মাস আইনি লড়াই চালিয়ে শেষপর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুরে প্রবেশাধিকার পেলেন৷

শীর্ষ আদালতের শুনানিতে মঙ্গলবার রাজ্যের CID-র তরফে বলা হয়, সুশান্ত ঘোষ প্রভাবশালী, তিনি জেলায় ঢুকলে কঙ্কাল-কাণ্ড মামলার সাক্ষীদের ভয় দেখাবেন৷ প্রমাণও লোপাট করতে পারেন। দু’তরফের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

বিধানসভা নির্বাচনের মুখে
সুশান্ত ঘোষ জেলায় ঢুকলে কর্মী-সমর্থকরা বাড়তি উৎসাহ পাবেন বলেই মনে করছে
সিপিএমের একাংশ৷ এদিকে আলিমুদ্দিন সুশান্ত ঘোষকে সাসপেন্ড করেছে ৩ মাসের জন্য৷ সেই সাসপেনশন এখনও জারি আছে৷ সুশান্ত- ঘনিষ্ঠদের বক্তব্য, সাসপেনশন ওঠার পর তিনি জেলায় ফিরবেন। যদিও সিপিএমের গত জেলা সম্মেলনে সুশান্ত ঘোষকে জেলা কমিটিতেই রাখেনি সিপিএম।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...