মাস্ক না পরলে জরিমানা দিতে হবে ২০০০ টাকা। দিল্লির এমন কঠিন পরিস্থিতি বিবেচনা করেই দলীয় বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আগামী কয়েকদিনের জন্য কয়েকটি বাজার বন্ধ করে দেওয়া হতে পারে। সরকার এ ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল। সোমবারই দিল্লির সরকারের তরফে জানানো হয়েছিল যে, আপাতত লকডাউন হবে না রাজধানীতে।

জলাশয়ে ছটপুজো না করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। একসঙ্গে ছটপুজো করলে কোভিডে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা কেজরিওয়ালের। তিনি বলছেন, বেসরকারি হাসপাতালগুলিতে নন-আইসিইউ বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সোমবারই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছিলেন, দিল্লিতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের চূড়ান্ত পর্যায় পেরিয়ে গিয়েছে। সেই কারণে রাজধানীতে ফের লকডাউনের কোনও প্রয়োজন নেই। ফের লকডাউন করাটা কার্যকরী পদক্ষেপ হবে না বলে মত তাঁর। জৈন বলেন, ‘সবার মাস্ক পরাটা আরও অনেক বেশি কার্যকরী হবে।’
