Sunday, December 28, 2025

আমাকে না বলে অধীর বরং বাংলার ভোটে কিছু করে দেখান: সিব্বল

Date:

Share post:

“অধীর চৌধুরী আমাকে নিয়ে কী বললেন, তা নিয়ে আদৌ ভাবছি না। ওঁর মন্তব্যের কোনও জবাবও দেব না। তবে অধীরের উচিত এখন ওঁর সমস্ত এনার্জি বাংলার ভোটে কাজে লাগানো। সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। এই ভোটে কংগ্রেস দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া যায় কীভাবে, তা নিয়ে ভাবুন অধীর। সেটা করে দেখান। আমি লক্ষ লক্ষ সাধারণ কংগ্রেস কর্মীর আবেগ তুলে ধরেছি এবং সেটা করেই যাব।” লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সম্প্রতি তাঁকে কটাক্ষ করে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় এই কথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অধীরের কথাকে গুরুত্ব না দিয়ে সিব্বলের খোঁচা, উনি বাংলার ভোটে মন দিন।

প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের শোচনীয় হারের পর কপিল সিব্বল সংবাদমাধ্যমে বলেন, আমাদের আত্মসমীক্ষা করা উচিত। মানুষের কাছে কংগ্রেস কেন গ্রহণযোগ্য বিকল্প হতে পারছে না, কেন পরপর সব নির্বাচনে আমরা হারছি, তা খতিয়ে দেখা উচিত শীর্ষ নেতৃত্বের। সিব্বলের ওই মন্তব্যের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তীব্র ভাষায় তাঁর সমালোচনা করেন। অধীর বলেন, “কংগ্রেসে না পোষালে কপিল সিব্বল দল ছেড়ে দিন। প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা না করে বরং যে দল ওঁর জন্য উপযুক্ত বলে মনে হবে সেই দলে যোগ দিন অথবা নিজের দল তৈরি করুন।” অধীরের সেই কটাক্ষ ফিরিয়ে কপিল সিব্বল বললেন, “আমার মন্তব্য কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি দলের অসংখ্য সাধারণ কর্মীর আবেগটাই তুলে ধরেছি। আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অংশ নই। ফলে আমার কিছু বলার থাকলে অন্য আর কীভাবে বলব? অধীর হয়ত জানেন না আমি বিহারে প্রচারের জন্যও যেতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগ পাইনি। যে দলে ১৮ মাস কোনও পূর্ণ সময়ের সভাপতি থাকে না, সেই দল কীভাবে বিজেপির বিকল্প হয়ে উঠবে তা ভাবার সময় এসেছে।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর খেদ, ২০১৪ আর ২০১৯ এর লোকসভা নির্বাচন ও এখন পরপর অন্যান্য ভোটে হারার পর আত্মসমীক্ষা না হলে আর কবে হবে?

আরও পড়ুন : দেশীয় ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, জানালেন অভিজ্ঞতার কথা

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...