Monday, November 10, 2025

‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’, একুশের লক্ষ্যে এবার শিক্ষকদের হাতিয়ার তৃণমূলের

Date:

Share post:

একুশে নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। সেই তালিকায় এবার একেবারে কর্পোরেট মার্কেটিং এর কায়দায় মাঠে নামতে চলেছে রাজ্য তৃণমূল। জানা গেছে একুশের নবান্ন দখলের লড়াইয়ে এবার রাজ্যজুড়ে প্রচারে নামতে শিক্ষকদের নিয়ে ১২ হাজার দল তৈরি করেছে ঘাসফুল শিবির। এই ১২ হাজার দলের প্রতিটি দলে রয়েছেন পাঁচজন করে প্রাথমিক শিক্ষক। রাজ্যের ৬০ হাজার শিক্ষকদের নিয়ে তৃণমূলের নয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’। আগামী সোমবার তৃণমূল ভবন থেকে এই নয়া প্রচার অভিযান শুরু করতে চলেছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই ভোট প্রচারে অভিনব এই পদক্ষেপ নিচ্ছে তৃণমূল। এই প্রচার অভিযানে রাজ্যের প্রতিটি জেলার প্রত্যেক পঞ্চায়েতের বাড়ি বাড়ি যাবে শিক্ষকদের এই দল। গোটা অভিযানের নেতৃত্বে থাকবে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি। রাজ্যজুড়ে গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতে সরকারের ৬৪ টি মানবিক প্রকল্প সম্বলিত একটি পুস্তিকা বিতরণ করবেন তারা।

আরও পড়ুন:আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

এই প্রসঙ্গে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র সংবাদমাধ্যমকে জানান, ‘২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য যত প্রকল্প ঘোষণা করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে তা আলোচনা করবো আমরা। এই সমস্ত সুবিধা কীভাবে পাওয়া যায় সেটাও জানানো হবে।’ ওই শিক্ষক নেতা আরও জানান, ‘রাজ্যের অনেকেই জানেন না কীভাবে কোথায় এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে হয়। না জানার কারণে সুযোগ বুঝে গরিব মানুষকে ঠকায় অন্যরা। কাঠমানি নিতে চায়। এই সমস্ত অজ্ঞতা দূর করতে এবং সাধারন মানুষের সমস্ত রকম অভাব-অভিযোগের কথা শুনতেই এই প্রচার অভিযান।’ বাড়ি বাড়ি গিয়ে সকলের অভাব অভিযোগ শুনে এ বিষয়ে একটি রিপোর্টও পেশ করা হবে বলে জানান তিনি।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...