কুণালকে ঠেকাতে আসরে নামতে বাধ্য হলেন অমিত

এক সাংবাদিক সম্মেলনের ধাক্কায় থরহরিকম্প বিজেপি নেতারা। রাজ্য সভাপতির জবাবে আস্থা নেই! তাই বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য নামলেন কুণাল ঘোষের অভিযোগের জবাব দিতে। এবং সম্বল বলতে পুরনো কিছু ভিডিও। যে ভিডিও বহুবার নানা প্রশ্নের জবাব দিতে কুণাল নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কুণাল পাল্টা অমিতকে উপহার হিসাবে কিছু ভিডিও পোস্ট করে সবিনয়ে বলেছেন, আমি বুঝতে পারি বাংলার রাজনীতিতে তো আপনি নতুন, তাই পুরনো ভিডিওর উপরই আপনাকে ভরসা করতে হচ্ছে!

আরও পড়ুন : ভাববাচ্য কেন, সাহস থাকলে নাম বলুন কৈলাস: কুণাল ঘোষ

রবিবার দুপুরে তৃণমূলভবন থেকে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ। তারপরেই বিজেপির আইটি হেড অমিত মালব্য ট্যুইট করেন। ট্যুইটে ২০১৪ সালের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে কুণাল দলের সমালোচনা করেন। সঙ্গে লেখেন, অভিযুক্ত কুণাল তখন নেত্রীকেই আক্রমণ করেছিলেন।

অমিত মালব্যের টুইট

পাল্টা প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইটার আর ফেসবুকে কুণাল জবাব দেন। সেখানে তিনি পুরনো বেশ কিছু ভিডিও মূলত মুকুল রায়ের ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে বাংলা না জানা, অবাঙালি, পরিযায়ী নেতাদের মুকুল এক হাত নিয়েছেন, অপমান করছেন। সঙ্গে কুণালের কটাক্ষের লেখা… মুকুলদার কিছু মিষ্টি ভাষণ আছে। বাইরে থেকে আসা বিজেপি নেতাদের নিয়ে বলেছেন। আশাকরি আপনি (অমিত) এগুলো উপভোগ করবেন।

কুণালের পোস্ট

লক্ষ্যণীয় হলো, একটি নয়, কুণালকে ‘কমব্যাট’ করতে অমিত দুটি পোস্ট ও দুটি ভিডিও ছেড়েছেন। কিন্তু যে আইটি সেল নিয়ে বিজেপির এতো গর্ব এবং যার মাথায় অমিত মালব্য, তিনি ঘুণাক্ষরেও ভাবেননি, ঢিলের জবাব এভাবে পাটকেলে পাবেন, সঙ্গে ভিডিও। তৃণমূলের ওয়াকিবহাল মহল এদিন বলছে, দেখ কেমন লাগে! কেউ কেউ আর এক কদম এগিয়ে বলছেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না!!