Monday, November 10, 2025

মাছে-ভাতে বাঙালি, ‘বেনফিস’ এবার শহরবাসীর দুয়ারে-দুয়ারে

Date:

Share post:

মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালিদের মুখে কিছু রোচে না। এবার মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! করোনা পরিস্থিতিতে কলকাতায় বাড়ি বাড়ি ‘রেডি টু কুক-ইট’ এবং কাঁচা মাছ পৌঁছে দেবে বেনফিস। অ্যাপ নির্ভর এই পরিষেবা নতুন বছরের গোড়াতেই চালু করছে মৎস্য দফতরের অধীনে থাকা এই সংস্থাটি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। গুগল প্লে স্টোরে গিয়ে ‘BENFISH REVELRY’ টাইপ করলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। চন্দ্রনাথ সিনহা বলেন, “ধাপে ধাপে এই পরিষেবা জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি শহরের বুকে বেনফিস একাধিক স্থায়ী কাউন্টার খুলতে চলেছে। ক্রেতারা অ্যাপে ভার্চুয়াল মাছের আইটেম দেখে সন্তুষ্ট না হলে, এই কাউন্টারে গিয়ে পছন্দ মতো বরাত দিতে পারবেন।”

মৎস্যমন্ত্রীর কথায়, করোনা আবহে ভিড় এড়াতে সাধারণ মানুষ বাজারে কম যাচ্ছেন। আমরা সেই জায়গায় সরকারি ব্যবস্থাপনায় কাঁচা কিংবা রান্না করা হরেক পরিচিত-অপরিচিত মাছ মানুষের দরজায় পৌঁছে দিতে চলেছি। ওয়াকিবহাল মহলের দাবি, বেনফিসের এই উদ্যোগ সফল হবে। এ প্রসঙ্গে বেনফিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিধান রায় বলেন, “করোনা পর্বে লকডাউনে আমরা শহরের প্রবীণ নাগরিকদের দরজায় এই পরিষেবা পৌঁছে দিয়েছিলাম। তাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারপরই অ্যাপ নির্ভর এই মাছ সরবরাহের পরিকল্পনা করা হয়।” তিনি আরও বলেন, এই পরিষেবাকে জনপ্রিয় করতে দাম সাধারণের নাগালের মধ্যে রাখা হবে। বেনফিস কলকাতার বুকে ২৫টি কাউন্টার খুলছে। নয়া বছরেই তার সূচনা হবে। গড়িয়া, উল্টোডাঙা, গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকায় এই কাউন্টার চালু হতে চলেছে।

আরও পড়ুন-গৃহপরিচারিকারাও বনধে সামিল হবেন, দাবি বামেদের

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...