এবার মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ-এর অডিট নাকি হয় না বলে খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার কালিম্পঙে একটি বৌদ্ধ গুম্ফা দেখে বার হওয়ার পরেই রাজ্যপাল জানান এ বিষয়ে তিনি টুইটার হ্যান্ডেলে তাঁর বক্তব্য লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলে ইঙ্গিত মিলছে জিটিএ-এর বহুদিন কোনও সুষ্ঠু অডিট হয় না। অথচ সুষ্ঠু অডিট বাধ্যতামূলক। আশা করি যাবতীয় হিসেব ভাল করে খতিয়ে দেখে অডিট করানো হবে”।

In media interaction indicated that it was unfortunate that there has been for quite some time no audit #GTA @MamataOfficial
Audit is must for transparency & accountability. Steps would be intiated to ensure audit #GTA so that full scrutiny and probing takes place. pic.twitter.com/VsT13MXhRd
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 24, 2020
এই টুইট দেখার পরে জিটিএ-তে ক্ষমতাসীন মোর্চা নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। জিটিএ-এর প্রাক্তন কেয়ারটেকার চেয়ারম্যান বিনয় তামাং আপাতত কিছুটা সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর ফের শিলিগুড়িতে শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার কথা। বিনয় ঘনিষ্ঠ এক নেতা জানান, রাজ্যপাল পাহাড়ে থাকাকালীন জিটিএ নিয়ে একতদিন কিছু বলেননি বলে তাঁরা অবাক হয়েছিলেন। এদিন রাজ্যপালের টুইট দেখার পরে বিনয় শিবিরের এক নেতা জানান, প্রতিটি পাইপয়সার হিসেব বিধি মেনে নবান্নে পাঠানো হয়েছে। আভ্যন্তরীণ অডিটও হয়েছে বলে তাঁদের দাবি। তিনি জানান, কেউ পাহাড়ে বেড়ানোর ফাঁকে যদি অডিট নিয়ে কথাবার্তা বলতে শুরু করেন এবং তাও কোন মিডিয়ার কাছ থেকে শুনেছেন এবং কী অভিযোগ শুনেছেন তা স্পষ্ট করে না বললে এ সব পাহাড়বাসী কেন কারও কাছে গ্রহণযোগ্য হবে না।