Sunday, November 9, 2025

প্রয়াত ফুটবলের রাজপুত্র, তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব

Date:

Share post:

সর্বকালের অন‍্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

ফুটবলের রাজপুত্র। হ‍্যাঁ, তাঁর ক্ষেত্রেই এই উক্তিটি ব‍্যবহার করেন ফুটবল বিশ্ব। ১৯৭৭ সালে দেশের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে দিয়েগোর। ১৯৮২ সালে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন তিনি। এরপর ইতিহাস। তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ১৯৮৬ র বিশ্বকাপ। একার দক্ষতায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপে ‘হ‍্যান্ড অফ গড’ নামে পরিচিতি পান দিয়েগো। ইংল‍্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল হক বা সাতজনকে কাটিয়ে গোল, ৮৬ র বিশ্বকাপে একের পর এক ফুটবল জাদুতে মুগ্ধ করেন ফুটবল রাজপুত্র। এরপরও ১৯৯০ বিশ্বকাপেও মারাদোনার বাঁ পায়ের জাদু ঝলকানি দেখতে পায় গোটা বিশ্ব। ১৯৯৪ সালে শেষবারের মতন দেশের জার্সি গায়ে নামেন মারাদোনা। দেশের জার্সিতে ৯১ ম‍্যাচে ৩৪ গোল করেন ফুটবল রাজপুত্র।

শুধু দেশ নয়, ক্লাবস্তরেও সাফল‍্যের সিঁড়ি ছুঁয়েছেন মারাদোনা। ১৯৮১ সালে বোকা জুনিয়রসে সই করেন তিনি। বোকা জুনিয়রস এর হয়ে ৪০ ম‍্যাচে ২৮ গোল করেন দিয়েগো। ১৯৮২তে সই করেন বার্সেলোনায়। সেখানেও দুরন্ত প‍্যারফম্যান্স ফুটবল রাজপুত্রের। ৩৬ ম‍্যাচে ২২ গোল করেন তিনি । এরপর ১৯৮৪ সালে যোগ দেন নেপোলিতে। ১৯৯১ পর্যন্ত নেপোলির জার্সি গায়ে চাপান দিয়েগো। ১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।

শুধু ফুটবলার নয়। কোচ হিসাবেও মাঠে দেখা গিয়েছে মারাদোনাকে। ২০০৮ সালে আর্জেন্তিনার দায়িত্ব নেন তিনি। দেশ ছাড়াও রেসিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে কোচিং করান দিয়েগো। ফুটবল ছাড়াও তাঁর বর্নময় জীবনের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন মারাদোনা।

আরও পড়ুন- ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...