শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম‍্যাচ, হিটম‍্যানকে নিয়ে বিস্ফোরক কোহলি

0
4

২৭ তারিখ সিডনিতে প্রথম একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। করোনার পরবর্তীকালে এই প্রথম মাঠে নামছে দু-দল। তিনটি একদিনের ম‍্যাচ, তিনটি টি-২০ ম‍্যাচ ও টেস্ট খেলবে বিরাট কোহলির দল।

প্রায় দশমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে ব্লু ব্রিগেড। শুরুতেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।তাই ম‍্যাচের আগে সতর্ক ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএল এ দুরন্ত প‍্যারফমেন্স কে এল রাহুল, শিখর ধাওয়ানদের। বোলিং এ দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলাদের। যার ফলে কিছুটা স্বতিতে রাখছে বিরাটকে।

তবে রোহিত শর্মাকে নিয়ে বিষ্ফোরক অভিযোগ বিরাট কোহলির। হিটম‍্যানের চোট নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, রোহিতের চোট নিয়ে কোন স্পষ্ট ধারনা নেই। গোটা বিষয়টাই বিভ্রান্তিকর মনে হচ্ছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে ভারত অধিনায়কের এমন কথা যা প্রশ্ন তুলছে ক্রিকেট মহল।

আরও পড়ুন- এইচআরবিসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু, তুমুল জল্পনা রাজনৈতিক মহলে