Sunday, January 11, 2026

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য , অগ্নিমিত্রার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

দিনকয়েক আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পল। বিজেপির মহিলা মোর্চার সেই মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছিল । সেই মন্তব্যের জেরে শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৪ নভেম্বর। তমলুকে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অগ্নিমিত্রা। তমলুক থানায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নারী সুরক্ষার দাবি সংক্রান্ত মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।
তিনি বলেছিলেন, মালদায় কয়েকদিন আগে ধর্ষণ হয়েছে, তারকেশ্বরেও হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা করছে। দিদি ওদের বলে দিয়েছে, তোদের তো চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেনমেন্টের যখন প্রয়োজন হবে তোরা গিয়ে ধর্ষণ করবি। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রার মন্তব্যে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সমালোচনায় সরব হয় তৃণমূল থেকে সিপিএম।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যাঁরা এইধরনের কথা বলেন তাঁরা মানুষের পর্যায়ে আছে বলে মনে করি না। বোনের আর্তনাদ যাতে না হয় তার ব্যবস্থা করব।এটা উত্তরপ্রদেশ নয়। এসব বাংলায় হয় না। বাংলায় আমরা নারীশক্তির পুজো করি, সেটা অনুভব করার ক্ষমতা অগ্নিমিত্রা পলের নেই।

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, মহিলাদের এঁরা এই চোখেই দেখেন। উত্তরপ্রদেশে এত বড় ঘটনা ঘটল, তখন ধর্ষণকারীদের পক্ষেই দাঁড়াল ওঁদের দল। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এই মন্তব্যের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরাও।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...