Saturday, November 8, 2025

মা অসুস্থ, এখনই শহরে আসছেন না শুভেন্দু, ফের বৈঠকের চেষ্টা চালাচ্ছেন সৌগত

Date:

Share post:

দলের শীর্ষস্তর তাঁকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে৷ সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এর আগে দু’বার বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও ইতিবাচক ফল মেলেনি। ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু৷ তারপরও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চান সৌগত রায়৷ কিন্তু মা অসুস্থ থাকায় এখনই কলকাতায় আসতে পারছেন না শুভেন্দু। আগামী কয়েকদিনের মধ্যেও সৌগতের সঙ্গে প্রাক্তন পরিবহনমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নেই। সূত্রের খবর এমনই।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও শুভেন্দু ঠিক কী করতে চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মন্ত্রিত্ব ছাড়ার পরও শুভেন্দুর তৃণমূলে থাকা কার্যত অসম্ভব৷ তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবুও আশাবাদী সৌগত৷ আলোচনা চালিয়ে যাওয়ার শেষ চেষ্টা করতে এই সাংসদ নেমে পড়েছেন। সৌগত রায়-সহ দলের একাধিক শীর্ষনেতার ধারণা, মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না শুভেন্দু। সেকারনেই শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি৷
শনিবার সৌগত’র সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ কলকাতায় আসেননি শুভেন্দু। তিনি না’কি জানিয়েছেন, মা অসুস্থ থাকায় কয়েকদিন কলকাতায় আসার সম্ভাবনা নেই। ফলে বৈঠক আদৌ হলেও, তা মঙ্গলবারের আগে সম্ভব হবে না বলেই সূত্রের খবর।

এদিকে আজ, রবিবার মহিষাদলে শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভা হতে চলেছে। রাজনৈতিক মহলে চর্চা চলছে, এই সভায় শুভেন্দু কী বলতে পারেন, তা নিয়ে৷

জানা গিয়েছে, শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌগত রায়। কী আলোচনা হয়েছে, তা জানা না গেলেও ধরেই নেওয়া যায় শুভেন্দুকে নিয়েই কথা হয়েছে৷ তবে ‘শুভেন্দুর সঙ্গে কথা হবে’ বলেই আশাবাদী সৌগত।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...