ফের হার ভারতের। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ফের হারল বিরাট কোহলির দল। এই হারের ফলে সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। এদিন অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হারে বিরাটের দল। ভারতের বিরুদ্ধে ফের শতরান স্টিভ স্মিথের। টানা দু ম্যাচ হেরে এবার হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে ব্লুজরা।

আরও পড়ুন : ক্রিকেটেও ডার্বির রং সবুজ মেরুন, ১ রানে হারালো ইস্টবেঙ্গলকে
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৮৯ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে এদিনও শতরান করেন স্টিভ স্মিথ। ৬৪ বলে ১০৪ রান করেন তিনি। ৮৩ রান করেন ডেভিড ওয়ার্নার। ফিঞ্চ করেন ৬০ রান। ৭০ রান করেন লাবুশানে এবং ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ভারতের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন : কাজে এল না হার্দিক-ধাওয়ানদের লড়াই, অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ভারতের


জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। ভারতের হয়ে লড়াই চালান বিরাট কোহলি এবং কে এল রাহুল। ম্যাচের শুরুতেই উইকেট হারায় ওপেনার জুটি শিখর ধাওয়ান এবং ময়ঙ্ক আগারওয়াল। ২৮ রান করেন ময়ঙ্ক। শিখরের ঝুলিতে আসে ৩০ রান। এরপর ভারতের হয়ে দূর্গ সামলান বিরাট কোহলি এবং কে এল রাহুল। ৮৯ রান করেন বিরাট। ৭৬ রান করেন কে এল রাহুল। তবে শেষরক্ষা করতে পারলেন না কোহলি-রাহুল জুটি। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ম্যাচে বোলিং ব্যর্থতা আর টপ অর্ডারের দুর্বলতাতেই সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। বুধবার মানুকা ওভালে সিরিজের শেষ একদিনের ম্যাচ। এখন দেখার নিয়মরক্ষার ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে পারেন কিনা কোহলিরা।
