রাজ্যসভা ভোটে রামবিলাসের স্ত্রীকে প্রার্থী হওয়ার প্রস্তাব আরজেডির, খারিজ চিরাগের

লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের শূন্য আসনে তাঁর স্ত্রী রীনা পাসোয়ানকে প্রার্থী করলে সমর্থন জানাবে আরজেডি সহ গোটা মহাজোট। বিহারে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের আগে এলজেপিকে এমনই প্রস্তাব দেয় আরজেডি।

আরও পড়ুন : ‘মন কি বাত’ কোন ইঙ্গিত দিলেন মোদি?

বিজেপির সুশীল মোদির বিরুদ্ধে প্রয়াত রামবিলাসের আবেগ উসকে এলজেপিকে তাতানোর চেষ্টার পিছনে ছিলেন স্বয়ং লালুপ্রসাদ যাদব। বিজেপি বিরোধিতা এবং এনডিএতে ফাটল ধরানো ছিল অন্যতম উদ্দেশ্য। কিন্তু এযাত্রা আরজেডির সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। কারণ রামবিলাসের ছেলে ও দলের বর্তমান সভাপতি চিরাগ পাসোয়ান বলেছেন, রাজ্যসভার এই আসনটিতে বিজেপিরই অধিকার। আমরা সুশীল মোদিকেই সমর্থন করব। আর প্রয়াত নেতার স্ত্রী রীনা জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার কোনও বাসনা নেই। ফলে রাজ্যসভা উপনির্বাচনকে কেন্দ্র করে এলজেপিকে উসকে দিয়ে বিজেপি বিরোধী হাওয়া তোলার চেষ্টা আপাতত ব্যর্থ হল। এরপর এখন আরজেডি নেতৃত্ব বলছেন, রামবিলাস দলিত নেতা ছিলেন। তাই ওই আসনে এবার আমরা একজন দলিত মুখকেই মহাজোটের প্রার্থী করব। রীনা পাসোয়ান প্রার্থী হলে মহাজোট সম্মিলিতভাবে তাঁকেই সমর্থন করত। কিন্তু তা যখন হচ্ছে না তখন বিকল্প ভাবতে হবে।

Previous articleফের হার ভারতের, টানা দুটি ম‍্যাচ হেরে সিরিজ হাতছাড়া কোহলিদের
Next articleঅরাজনৈতিক স্মরণসভায় রাজনীতির রং লাগালেন না শুভেন্দু