Thursday, November 6, 2025

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

গত সপ্তাহে তামিলনাড়ুর বুকে আছড়ে পড়া বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভারের ক্ষত এখনো টাটকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দেখা গেল বঙ্গোপসাগরে। অপরাধী কেন্দ্রীয় মৌসুম বিভাগের সচিব মাধবন রাজীবন সোমবার এক টুইট করে জানিয়ে দিলেন তামিলনাড়ু ও কেরলে দিকে অগ্রসর হচ্ছে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই খবর প্রকাশে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে প্রকাশ এসেছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা থেকে দক্ষিণ পূর্বে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পাশাপাশি ভারতের কন্যাকুমারী থেকে দক্ষিণ পূর্ব প্রান্তে ১১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী ২ ডিসেম্বর সন্ধ্যার দিকে শ্রীলংকার উত্তর পূর্ব তটে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। ৩ ডিসেম্বর সকালে ঘূর্ণিঝড়টি আরও পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভয়ের আশঙ্কা রয়েছে তামিলনাড়ু ও কেরলের জন্য।

আরও পড়ুন:শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা

যদিও আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় নিয়ে বারের মত অতখানি বিধ্বংসী হয়ে উঠবে না। প্রসঙ্গত গত সপ্তাহে তামিলনাড়ু আর পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভার। যার জেরে ব্যাপক বৃষ্টি হয় এই সমস্ত এলাকায়। বিধ্বংসী ঘূর্ণিঝড় ধ্বংসলীলা চালানোর পাশাপাশি গোটা এলাকায় জল জমে যায় ব্যাপকভাবে। নিভারের কারণে মৃত্যু হয় তিন জনের।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...