Friday, January 30, 2026

বাড়ছে সংক্রমণ, কন্টেনমেন্ট জোনে বাজার-হাট বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

শীতকালের সূচনাতেই বাড়ছে করোনা সংক্রমণ। ভ্যাকসিন এখনও অধরা, ফলে, এই পরিস্থিতিতে মাস্ক বা সামাজিক দূরত্ববিধি বজায় রাখা ছাড়া বিকল্প হাতিয়ারও নেই।

এদিকে কলকাতাতেও বাড়ছে সংক্রমণ৷ দীর্ঘদিন পর ফিরেছে ‘কন্টেনমেন্ট জোন’৷ রবিবার শহরের ৩টি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণার পর সোমবার আরও এক এলাকা অন্তর্ভুক্ত হয়েছে৷ আপাতত কলকাতা পুরসভার চারটি এলাকা ‘কন্টেনমেন্ট জোন’৷

সব দিক বিবেচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবার কন্টেনমেন্ট জোনে বাজার-হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বাজারের দোকানদারদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন সরাসরি জনতার সংস্পর্শ এড়িয়ে চলেন৷ কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষনা করা কলকাতার এলাকাগুলিতেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে৷

আরও পড়ুন- করোনায় স্কুল বন্ধ, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে যাবে সবুজ সাথীর সাইকেল
কালীপুজো তথা দীপাবলীর পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে করোনা সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র। তাই শীতের শুরুতেই রাশ ধরতে মরিয়া কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে দোকান বাজার খোলা রাখা যাবে। পাশাপাশি, অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে না যাওয়ার অনুরোধও জানানো হয়েছে কেন্দ্র। ৬৫ বছর বা তার উর্ধ্বের নাগরিকদের বাড়িতেই থাকতে বলা হয়েছে।কেন্দ্রের নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কো- মর্বিডিটি রয়েছে এমন মানুষ ও ১০ বছরের কম বয়সের শিশুদের দিকেও।
নির্দেশিকায় বাজার বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে পর্যবেক্ষণের সাব কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।

spot_img

Related articles

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...