Monday, November 10, 2025

‘সরকার কৃষি আইন বাতিল না করলে দিল্লিকে অচল করে দেব’, হুঁশিয়ারি কৃষকদের

Date:

Share post:

মোদি সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ নাড়িয়ে দিয়েছে দিল্লির মসনদ। সরকারের সঙ্গে গতকালের বৈঠকে কোনও রফাসূত্র বের না হওয়ায় দিল্লির সীমান্তে বিক্ষোভ আন্দোলন আরও জোরদার হয়ে উঠেছে। এহেন অবস্থায় মোদি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি এল কৃষকদের তরফে। বুধবার কৃষকের তরফে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই আইন রদ করুক সরকার। অন্যথায় দিল্লিকে অচল করে দেবে কৃষকরা।

অবশ্য কৃষকদের এহেন হুঁশিয়ারি প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজধানী দিল্লিতে। দিল্লি-নয়ডা-দিল্লি এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে কৃষক আন্দোলনের জেরে। এই তথ্য সম্প্রতি টুইট করে প্রকাশ্যে এনেছে দিল্লি ট্রাফিক পুলিশ। এসব কিছুর মাঝেই এদিন কৃষকদের তরফে জানানো হয়েছে শুধু পাঞ্জাবের কৃষক নয় গোটা দেশের কৃষক নেতাদের আলোচনার টেবিলে আনুক সরকার। এ প্রসঙ্গে কৃষক সংগঠনের নেতা অধ্যাপক দর্শন পাল সাংবাদিক বৈঠকে বলেন, আমরা নিজেদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্তে এসেছি। কেন্দ্রীয় সরকার প্রথমে শুধুমাত্র পঞ্জাবের কৃষকদের ডেকেছিল। চার সদস্যের টিমের যে প্রস্তাব সরকার দিয়েছিল তা পুরোপুরি খারিজ করা হয়েছে যাতে আরও কৃষককে বৈঠকে ডাকা সম্ভব হয়। সরকার শুধুমাত্র এইটা দেখানোর চেষ্টা করেছে যে এই আন্দোলন শুধুই পঞ্জাবের কৃষকদের। এভাবে সরকার আমাদের একতাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।

আরও পড়ুন:রাজ্যপালের টিকার ট্রায়ালের ঝুঁকি নিতে নারাজ নাইসেড

এর পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ওই কৃষকনেতা আরও জানান, ‘আভ্যন্তরীণ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল ফের লিখিতভাবে সরকারকে প্রস্তাব পেশ করব আমরা। আমরা চাই এই তিনটি আইন বাতিল করা হোক। সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই আইন রদ করা হোক। প্রস্তাবপত্রে এটাও জানানো হবে কেন এই আইন বাতিল করার আবেদন করা হচ্ছে। অন্যথায় আন্দোলন চলবে। পুরো দিল্লিকে অচল করে দেব আমরা।’

পাশাপাশি কৃষকদের তরফে আরও জানানো হয়, ‘আগামী ৫ ডিসেম্বর গোটা দেশের মানুষকে মোদি সরকারের কুশপুতুল দাহ করার আবেদন জানিয়েছে আমরা। ৫ ডিসেম্বর দেশজুড়ে ধরনা চলবে। এবং ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেশের সমস্ত ক্রীড়াবিদ ও শিল্পীরা তাঁদের পুরস্কার সরকারকে ফেরাবেন।’

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...