Friday, November 14, 2025

‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু

Date:

Share post:

সেভাবে মুখ খুললেন না গড়বেতাতেও৷ শুধু একবার বললেন ইঙ্গিতপূর্ণ একটি বাক্য৷

বৃহস্পতিবার সকালের দিকে তমলুকের ‘অরাজনৈতিক’ মঞ্চে যেমন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চুপ ছিলেন, ঠিক সেভাবেই বেলার দিকে গড়বেতার ‘অরাজনৈতিক’ মঞ্চেও নীরব থাকলেন শুভেন্দু অধিকারী ৷

শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে এদিন গড়বেতায় ক্ষুদিরামের একটি পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। সঙ্গে রুটিনমাফিক সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

আর তখনই ইঙ্গিতপূর্ণভাবে কোনও নাম না করে শুভেন্দু
মন্তব্য করেন, “এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।” একইসঙ্গে সচেতনভাবে নিজের ভূমিপুত্র পরিচয়ও মনে করিয়ে দেন তিনি।  শুভেন্দু বলেন, “আজ একটা খবরের কাগজে লিখেছে, আমি নাকি কমফর্ট জোনে রাজনীতি করি। দশকের পর দশক ধরে গড়বেতায় আসছি। ২০১১ সালের আগে আমিই সব থেকে বেশি গড়বেতায় আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে। এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।”

একেবারে শেষে শুভেন্দু বলেন, “এই পান্তাভাত খাওয়া, মুড়ি খাওয়া ছেলেটা আপনাদের জন্য লড়বে।” এদিন গড়বেতায় শুভেন্দুর অরাজনৈতিক সভাতেও ছিল উপচে পড়া ভিড়।

বৃহস্পতিবার দুপুরে তমলুকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে পদযাত্রা করেন তাঁর অনুগামীরা। অরাজনৈতিক সেই মিছিলে শুভেন্দুর হাতে ছিল জাতীয় পতাকা। তমলুকে শুভেন্দু বলেন, “আমি ভারতের ছেলে, আমি বাংলার ছেলে। আমি বাংলার মানুষের জন্য লড়বো।’

আরও পড়ুন- তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দু, ফের দায়িত্বে পার্থ

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...