Monday, January 12, 2026

চমক! মোদির কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দুই আসনই হাতছাড়া বিজেপির

Date:

Share post:

জোর ধাক্কা গেরুয়া শিবিরে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে প্রায় এক যুগ বাদে ভোটে হারল বিজেপি। এই কেন্দ্রে সদ্য সমাপ্ত বিধান পরিষদের ভোটে দুটি আসনই হাতছাড়া হল মোদির দলের। দুই আসনে বিজেপি প্রার্থীদের হারিয়ে চমক দিয়েছে সমাজবাদী পার্টি। বারাণসী বিধান পরিষদের দুই আসনে শিক্ষক ও গ্র্যাজুয়েটদের ভোটে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা ও লালবিহারী যাদব।

আরও পড়ুন : বিভাজনের রাজনীতির ফসল তুলে হায়দরাবাদে ৪ থেকে ৪৮ হল বিজেপি

গত ১ ডিসেম্বর উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। নিয়ম অনুযায়ী বিধান পরিষদের এই আসনগুলিতে রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচিত করেন শিক্ষক ও গ্র্যাজুয়েট ভোটদাতারা। এই ১১ টি আসনের মধ্যে ৬ টি শিক্ষকদের ও ৫ টি গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট ছিল। ১১ টি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে নির্বাচনী দৌড়ে ছিলেন মোট ১৯৯ জন প্রার্থী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের শিক্ষক সংগঠনগুলির মধ্যে জোরদার লড়াই চলেছে। ফল প্রকাশের পর দেখা গেল সবচেয়ে প্রেস্টিজিয়াস বারাণসী কেন্দ্রই হাতছাড়া হয়েছে বিজেপির। ২০১৪ ও ১০১৯ সালের লোকসভা ভোটে বারাণসী থেকে বিপুল ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর কেন্দ্রেই রাজ্য বিধান পরিষদের ভোটে শিক্ষক ও গ্র্যাজুয়েট দুই আসনই হাতছাড়া বিজেপির। যোগীর রাজ্যে গেরুয়া শিবিরের এই ধাক্কা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

খোদ বারাণসীতে বিজেপি প্রার্থীদের হারিয়ে দিয়ে উচ্ছ্বসিত সমাজবাদী পার্টি। যদিও দলের সভাপতি অখিলেশ যাদবের অভিযোগ, হারের ভয়ে একাধিক কেন্দ্রে ব্যালট পেপার চুরি করেছে বিজেপি। আগামী বিধানসভা ভোটে বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেব। বারাণসীর শিক্ষক কেন্দ্রের বিজয়ী সমাজবাদী পার্টির প্রার্থী লাল বিহারী যাদব বলেন, এটা আমাদের বড় জয়। মোদির কেন্দ্রেও যে বিজেপি হারতে পারে তা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনে ইতিমধ্যেই বিজেপি ৪, সমাজবাদী পার্টি ৩ ও নির্দল প্রার্থীরা ২ টি আসনে জিতে গিয়েছে।

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...