Sunday, November 9, 2025

চমক! মোদির কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দুই আসনই হাতছাড়া বিজেপির

Date:

Share post:

জোর ধাক্কা গেরুয়া শিবিরে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে প্রায় এক যুগ বাদে ভোটে হারল বিজেপি। এই কেন্দ্রে সদ্য সমাপ্ত বিধান পরিষদের ভোটে দুটি আসনই হাতছাড়া হল মোদির দলের। দুই আসনে বিজেপি প্রার্থীদের হারিয়ে চমক দিয়েছে সমাজবাদী পার্টি। বারাণসী বিধান পরিষদের দুই আসনে শিক্ষক ও গ্র্যাজুয়েটদের ভোটে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা ও লালবিহারী যাদব।

আরও পড়ুন : বিভাজনের রাজনীতির ফসল তুলে হায়দরাবাদে ৪ থেকে ৪৮ হল বিজেপি

গত ১ ডিসেম্বর উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। নিয়ম অনুযায়ী বিধান পরিষদের এই আসনগুলিতে রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচিত করেন শিক্ষক ও গ্র্যাজুয়েট ভোটদাতারা। এই ১১ টি আসনের মধ্যে ৬ টি শিক্ষকদের ও ৫ টি গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট ছিল। ১১ টি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে নির্বাচনী দৌড়ে ছিলেন মোট ১৯৯ জন প্রার্থী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের শিক্ষক সংগঠনগুলির মধ্যে জোরদার লড়াই চলেছে। ফল প্রকাশের পর দেখা গেল সবচেয়ে প্রেস্টিজিয়াস বারাণসী কেন্দ্রই হাতছাড়া হয়েছে বিজেপির। ২০১৪ ও ১০১৯ সালের লোকসভা ভোটে বারাণসী থেকে বিপুল ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর কেন্দ্রেই রাজ্য বিধান পরিষদের ভোটে শিক্ষক ও গ্র্যাজুয়েট দুই আসনই হাতছাড়া বিজেপির। যোগীর রাজ্যে গেরুয়া শিবিরের এই ধাক্কা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

খোদ বারাণসীতে বিজেপি প্রার্থীদের হারিয়ে দিয়ে উচ্ছ্বসিত সমাজবাদী পার্টি। যদিও দলের সভাপতি অখিলেশ যাদবের অভিযোগ, হারের ভয়ে একাধিক কেন্দ্রে ব্যালট পেপার চুরি করেছে বিজেপি। আগামী বিধানসভা ভোটে বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেব। বারাণসীর শিক্ষক কেন্দ্রের বিজয়ী সমাজবাদী পার্টির প্রার্থী লাল বিহারী যাদব বলেন, এটা আমাদের বড় জয়। মোদির কেন্দ্রেও যে বিজেপি হারতে পারে তা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১ টি আসনে ইতিমধ্যেই বিজেপি ৪, সমাজবাদী পার্টি ৩ ও নির্দল প্রার্থীরা ২ টি আসনে জিতে গিয়েছে।

spot_img

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...